যুক্তরাষ্ট্রে আটক ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল পুত্রসন্তানের বাবা হয়েছেন। গতকাল সোমবার তাঁর স্ত্রী নুর আবদাল্লা এ তথ্য জানিয়েছেন। তবে নুর আবদাল্লা অভিযোগ করেছেন, সন্তান জন্মের সময় মাহমুদ খলিলকে তাঁর পাশে থাকার অনুমতি দেওয়া হয়নি। গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে আবদাল্লা লিখেছেন, আজ সকালে আমি মাহমুদের অনুপস্থিতিতেই আমাদের ছেলেকে এ দুনিয়ায় স্বাগত জানিয়েছি। সন্তানের জন্মের সময় মাহমুদকে উপস্থিত থাকতে দেওয়ার জন্য আমরা অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষের (আইসিই) কাছে অনুরোধ জানিয়েছিলাম। সন্তানের সঙ্গে মিলিত হওয়ার জন্য তাঁর সাময়িক মুক্তি চেয়ে করা সে অনুরোধ তারা রাখেনি। আমাকে, মাহমুদকে ও আমাদের সন্তানকে ভোগান্তিতে ফেলার জন্য অভিবাসন কর্তৃপক্ষ উদ্দেশ্যমূলকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে। মাহমুদ খলিল প্রথমবারের মতো বাবা হয়েছেন। আর প্রথম সন্তানের...
যুক্তরাষ্ট্রে আটক খলিল বাবা হলেন, তবে দেখতে পারলেন না সন্তানের মুখ
অনলাইন ডেস্ক

প্রথমবার বাবা হলেও, সদ্যোজাত সন্তানের মুখ দেখতে পারলেন না যুক্তরাষ্ট্রে আটক খলিল
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে আটক ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল প্রথমবারের মতো বাবা হয়েছেন। তবে দুঃখজনকভাবে, পুত্রসন্তানের জন্মের সময় পাশে থাকতে পারেননি তিনি। স্ত্রী নুর আবদাল্লা জানিয়েছেন, অভিবাসন ও শুল্কবিষয়ক কর্তৃপক্ষের (আইসিই) অনুমতি না পাওয়ায় জন্মক্ষণে মাহমুদের উপস্থিতি সম্ভব হয়নি। গতকাল সোমবার এক বিবৃতিতে নুর আবদাল্লা বলেন, আজ সকালে আমি মাহমুদের অনুপস্থিতিতেই আমাদের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। সন্তান জন্মের সময় মাহমুদকে পাশে পেতে আমরা বারবার অনুরোধ করেছিলাম, কিন্তু অভিবাসন কর্তৃপক্ষ আমাদের আবেদনে সাড়া দেয়নি। মাহমুদ খলিল বর্তমানে লুইজিয়ানার একটি আটককেন্দ্রে রয়েছেন, যা নিউইয়র্কের হাসপাতাল থেকে এক হাজার মাইলের বেশি দূরে। আইসিই-এর সিদ্ধান্ত অনুযায়ী, তাকে শুধুমাত্র টেলিফোনের মাধ্যমে ওই অভিজ্ঞতার অংশ হতে দেওয়া হয়। নুর আবদাল্লা, যিনি...
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো পাকিস্তান
অনলাইন ডেস্ক

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। আগামী ৭ জুন পাকিস্তানে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে দেশটি। মঙ্গলবার (২২ এপ্রিল) এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ৭ জুন ঈদুল আজহা পালিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পাকিস্তানের রুয়েত-ই-হিলাল কমিটিতে। চাঁদ দেখা সাপেক্ষে এ তারিখ নির্ধারণ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আরবি মাস জিলহজের চাঁদ দেখা অত্যাবশ্যক। পাকিস্তানে সরকারিভাবে গঠিত চাঁদ দেখা কমিটি দেশের বিভিন্ন প্রান্তে চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করবে এবং তারপরেই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের ২৭ মে সন্ধ্যায় জিলহজ...
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনক্ষণ ও স্থান জানাল ভ্যাটিকান সিটি
সাধারণ কাঠের কফিনে সমাহিত হওয়ার ইচ্ছা পোপের।
অনলাইন ডেস্ক

রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করেছে ভ্যাটিকান। আগামী ২৬ এপ্রিল শনিবার, স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট পিটার্স স্কয়ারে আনুষ্ঠানিকভাবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে ভ্যাটিকানের কার্ডিনালদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর জানানো হয়, ২৪ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হবে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। ৮৮ বছর বয়সে গতকাল সোমবার পোপ ফ্রান্সিস কাসা সান্তা মার্তায় তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১২ বছর ধরে এই বাসভবনেই বসবাস করছিলেন। চিরাচরিত নিয়ম অনুযায়ী, পোপদের মৃত্যুর চার থেকে ছয় দিনের মধ্যেই অন্ত্যেষ্টিক্রিয়া হয় এবং সাধারণত তাঁদের ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নীচের সমাধিক্ষেত্রে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর