খুলনার নগরীর আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও নৌবাহিনী। শনিবার (২৯ মার্চ) মধ্যরাতে ওই বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয় এবং ৫-৬টি পিস্তলসহ বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার (এসি) আজম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে সন্ত্রাসীরা সেখানে গোপন বৈঠক করছে। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাড়িটি ঘেরাও করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরাও অংশ নেন। অভিযান প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। রাতভর এলাকাটি ব্লক করে রাখা হয় এবং সকালে আরও অনুসন্ধান চালানোর পরিকল্পনা করা...
খুলনায় সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আটক ১১
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে মধ্যরাতে প্রাইভেটকারে ব্রাশফায়ার, দুইজন নিহত
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে প্রাইভেটকারে থাকা চারজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে গুলজার বেগম মোড়ে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় ও রবিন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী অস্ত্রধারী কয়েকজন যুবক দ্রুতগতির একটি প্রাইভেটকার থামিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। news24bd.tv/DHL
সুনামগঞ্জে নৌকা ডুবে প্রাণ গেল ৫ জনের
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌকা ডুবে পাঁচজন মারা গেছেন। শনিবার (২৯ মার্চ) বেহেলী ইউনিয়নের বৌলাই নদীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াপাড়ার বিউটি চক্রবর্ত্তী (৫০), মোহনগঞ্জের হাতনি গ্রামের কল্পনা সরকার (৪৫), কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের পাঁচ বছরের শিশু পুত্র গঙ্গা সরকার (৫), আরেক এক শিশুর নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালও ছিল। ট্রলারটি মদনা কান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় এসে ডুবে যায়। জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম রাত সাড়ে ১১ টায় জানান, ট্রলারডুবিতে পাঁচজন মারা গেছেন। এরমধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু। সবার নাম পরিচয় পাওয়া যায় নি। ঘটনাস্থল থানা...
টাঙ্গাইলে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল দম্পতির, ছেলে আহত
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে গাড়িচাপায় স্বামী-স্ত্রী মারা গেছেন। শনিবার (২৯ মার্চ রাত সোয়া ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের ছেলে আহত হয়েছে। আহত ছেলের নাম দিবস দাস (৮)। তাকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেনে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে রঞ্জিত মারা যায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর