বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্দেহভাজন ৫ যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিনার সামনের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।
আটককৃতরা হলেন ময়মনসিংহ সদরের ভাঁটিকেশর এলাকার রিফাত ইসলাম (২৮) এবং বিশ্ববিদ্যালয়ের বয়ড়া পশ্চিম পাড়ার রাজীব (১৬), মো. কাওসার মিয়া (১৭), মো. নাঈম (১৪) ও শামীম (১৩)।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় টহল দেওয়ার সময় পুলিশের সন্দেহ হলে একটি অটোরিকশা আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে চাইনিজ ছুরি, ক্ষুর, মাদক সেবনের উপকরণ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার জানান, নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসের টহল ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।