সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে তিনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ পেয়েছেন বলে এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সুবিধাসহ তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করা হয়েছে এবং অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্নের শর্তে তাঁকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে। ময়নুল ইসলামকে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট রাতে আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে মাত্র সাড়ে তিন মাস পর ২০ নভেম্বর তাঁকে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রদূত হিসেবে...
সাবেক আইজিপি ময়নুল পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক

পদোন্নতি পেয়ে সংস্কৃতি সচিব হলেন যিনি
প্রেস বিজ্ঞপ্তি

পদোন্নতি পেয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান। মফিদুর রহমানকে পদায়ন করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেশ কিছু দিন থেকে সংস্কৃতি সচিবের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব মহিদুর রহমান। news24bd.tv/NS
উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিনামূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে বিনা অভিবাসন ব্যয়ে জাপানসহ উন্নত বিশ্বে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর স্পেসিফাইড স্কিল ওয়ার্কার্স ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদায়ন বিষয়ে জাপানের ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ...
‘আপনারেই রিপেয়ার করে দিবো, বুঝতে পারছেন’
সুনামগঞ্জ প্রতিনিধি
রাবার ড্যাম মেরামত না করায় সুনামগঞ্জের এক নির্বাহী প্রকৌশলীকে মেরামত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মোবাইলে ফোনে সেই প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে ই হয়ে (লিক) রয়েছে কেন? রাবার ড্যাম। বিপরীত প্রান্ত থেকে কিছু বলার পর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কয় দিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দিব। বুঝতে পারছেন? আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সরেজমিনে জেলার গোবিন্দপুরে রাবার ড্যামটি পরিদর্শনে গিয়ে ফোনে এভাবেই প্রকৌশলীকে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, না পয়সা খান না, আপনার নাম, নাম্বার সব দেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর