শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে নিহত দুই তরুণের পরিচয় জানা গেছে। পুলিশ জানায়, তোফাজ্জাল ও রিয়াদ নামে ওই দুইজন বন্ধু। তোফাজ্জাল ঢাকায় থাকতেন। রিয়াদ ঢাকায় বেড়াতে এসেছিলেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার রাত ১০টার দিকে দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া চালক ফ্লাইওভারের ওপরে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শী আরেক প্রাইভেটকারচালক আহসান হাবিব বলেন, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুই তরুণ।...
কালশী ফ্লাইওভারে নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
অনলাইন ডেস্ক

ছিন্নভিন্ন প্রাইভেটকার-মোটরসাইকেল, নিহত দুই যুবক
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ফ্লাইওভারে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহীদুজনকেই দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতরত অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর...
‘আল্লাহর কাছে বিচার দিলাম’ বলতেই নেমে আসে বিপদ, যায় প্রাণ
অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে ত্রিমোহনী এলাকার একটি দোকানে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে চা পান শেষে টাকা দিচ্ছিলেন মো. মইজউদ্দিন। এ সময় মনির নামে এক যুবক তার চায়ের দামটাও মইজউদ্দিনকে দিতে বলেন। কিন্তু তিনি দিতে না চাইলে মনির খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে মইজউদ্দিন আল্লাহর কাছে বিচার দিলাম বলে সেখান থেকে চলে যেতে চাচ্ছিলেন। এরপরই বিপদের শুরু; শেষ পর্যন্ত প্রাণ যায় মইজউদ্দিনের। মইজউদ্দিন যখন চলে যেতে চাচ্ছিলেন, তখনই মনির তেড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় আরও দুই যুবক ছুটে এসে মইজউদ্দিনকে বেধড়ক পেটাতে থাকেন। চা দোকানি ও স্থানীয় কয়েকজন মিলে চেষ্টার পরও তাকে রক্ষা করতে পারেননি। ঘটনাস্থলেই মইজউদ্দিন মারা যান। পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে মইজউদ্দিনের মৃত্যুর এমনই বর্ণনা উঠে এসেছে। এ ঘটনায় নিহতের বোন নয়ন তারা বাদী হয়ে...
ঢাকায় ফিরছেন অনেকে, এখনও বাড়ি যাচ্ছেন কেউ কেউ
অনলাইন ডেস্ক

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রীদের ফিরতে দেখা গেছে। ঈদের ছুটির শেষ পর্যায়ে থাকলেও এখনও ঢাকা ছাড়ছেন অনেক যাত্রী। যদিও সে সংখ্যা অনেক কম। গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনও অনেক যাত্রী ঢাকা ছাড়ছে। তবে সেই সংখ্যা অনেক কম। সরেজমিন দেখা গেছে, সিট ফাঁকা রেখেই গন্তব্যে ছাড়ছে গাড়ি। অনেকে ঈদের ছুটি পাননি বা বিশেষ কারণে যেতে পারেননি। তারাই ঢাকা থাকছেন বেশি। তবে, ঈদের ছুটি থাকায় এখনও ঘুরতে যাচ্ছেন কেউ কেউ। স্বস্তির ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর