বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। জব্দ হওয়া হিসাবগুলোর মধ্যে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত এবং ক্রেডিট কার্ড হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। দুদকের পক্ষ থেকে এসব হিসাব তল্লাশি ও বিশ্লেষণের মাধ্যমে সম্পদের উৎস শনাক্ত করার কাজ চলছে বলে জানা গেছে। news24bd.tv/DHL
বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব জব্দ
অনলাইন ডেস্ক

দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি চেয়েছে দুদক
অনলাইন ডেস্ক

বিচার বিভাগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিচারক ও প্রশাসনের ১৫ কর্মকর্তার সম্পদের বিবরণ ও ব্যক্তিগত নথি চেয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিটি গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত হয়ে সচিবের দপ্তরে পাঠানো হয় বলে কমিশন সূত্রে জানা গেছে। চিঠিতে বলা হয়, সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী এবং সাবেক এসিএমএম মুহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অসদাচরণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তদন্তে সহায়তার জন্য তাদের এবং আরও ১২ বিচারকের সর্বশেষ দাখিলকৃত সম্পদ বিবরণী, ব্যক্তিগত নথি এবং ডাটাশিটের সত্যায়িত ফটোকপি ২৯ এপ্রিলের মধ্যে জমা দিতে বলা হয়েছে। অনুসন্ধান টিমের নেতৃত্ব দিচ্ছেন...
আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার ৩৮ ব্যাংক হিসাব ফ্রিজ
অনলাইন ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের ৩৮ ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬০ টাকা রয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। আবেদনে বলা হয়েছে, তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে স্বনামে-বেনামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ০৬ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা গেছে যে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নামীয় ৩৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করা...
পারভেজ হত্যা মামলায় এক আসামির দায় স্বীকার
অনলাইন ডেস্ক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আল কামাল শেখ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড চলাকালে আসামি কামাল স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন এ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব মো. হৃদয় মিয়াজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর