পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার থেকে সারাদেশে কম দামে ডিম, মুরগি ও গরুর মাংস বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাভারে ভেটেরিনারি পাবলিক হেলথ ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এখনও বাজারে স্থিতিশীলতা আসেনি, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যথাসম্ভব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে।
তিনি আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে বাজারে কৃত্রিমভাবে উচ্চমূল্য রাখা হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অসুবিধাজনক। তবে, কম দামে পণ্য সরবরাহ করে তারা প্রমাণ করতে চান যে, আসলে বাজারে এর থেকেও সস্তায় পণ্য দেওয়া সম্ভব।
প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, ঢাকার ২৫টি পয়েন্টসহ দেশের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালু থাকবে, যাতে মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়।