সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এক ব্যক্তি। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার বাড়ি নওগাঁ জেলায়। অভিযুক্ত স্বামীর নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানায় কর্মরত আছেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ জেলার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি তার স্বামী সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এবং এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে...
স্ত্রীকে হত্যার পর মরদেহ নিতে পুলিশকে ফোন
অনলাইন ডেস্ক

টিপুর মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
অনলাইন ডেস্ক

রোকনুজ্জামান টিপুর মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এ ছাড়া তাঁরা সাংবাদিক টিপুকে শাস্তিদানকারী ইউএনও শেখ মো. রাসেলের অপসারণ দাবি করেছেন। বুধবার (২৩ এপ্রিল) কালের কণ্ঠের তালা প্রতিনিধি টিপুর মুক্তিতে ঢাকা, সাতক্ষীরা, তালাসহ বিভিন্ন স্থানে এই দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আজ (২৪ এপ্রিল) সাতক্ষীরায় সাংবাদিকরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজন করে মানববন্ধনের। সাতক্ষীরায়ও মানববন্ধন করেন সাংবাদিকরা। তথ্য কমিশনে স্মারকলিপি: গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ওই সময় কালের...
‘দুধ কলা দিয়ে কালসাপ’ পোষাই কাল হলো শাকিলের
অনলাইন ডেস্ক

নিজের পোষা গোখরা সাপের কামড়ে মারা গেছেন দিনাজপুরের খানসামা উপজেলার শাকিল ইসলাম (৩১)। শাকিল উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের ফরমাজ আলীর বড় ছেলে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে শাকিলের নিজ বাড়িতে ঘটেছে এই ঘটনা। আরও পড়ুন ঘুরছিল নাগরদোলা, এ সময় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা ১৫ এপ্রিল, ২০২৫ নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, শাকিল পেশায় একজন গুনিক (মাহান) ছিলেন এবং বিভিন্ন ধরনের সাপ নিয়ে খেলা করতেন। গত রমজানের আগে তিনি একটি গোখরা সাপ ধরে এনে বাড়িতে লালন পালন করেন। ওই সাপটি গতকাল দুপুরে হঠাৎ তার শরীরে কামড় দেয়।প্রথমে শাকিল বিষয়টি গোপন রেখে নিজেই বিষ নামানোর চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে একজন অভিজ্ঞ গুনিকের কাছে নিয়ে যান। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত দিনাজপুর মেডিকেল...
পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার তিন নেতা ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক আশরাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন এবং ইফতি আহমেদ ফাহিম। গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তিন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পরবর্তীকালে বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটিতে যোগ দেন তারা। মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর