অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ২১৪ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৮ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায় নৌবাহিনী। নৌবাহিনী জানায়, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা দুর্জয় আজ মঙ্গলবার গভীর সমুদ্র থেকে ২১৪ জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ এফভি কুলসুমা নামক একটি মাছ ধরার নৌকা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশে যাত্রা করে। নৌবাহিনী আরও জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা দুর্জয়। তাৎক্ষণিকভাবে নৌবাহিনী জাহাজ মাছ ধরার নৌকা এফভি কুলসুমার নিকট পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের...
ট্রলারে যাচ্ছিলেন মালয়েশিয়া, বঙ্গোপসাগরে ২১৪ জন আটক

নেত্রকোণায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক

নেত্রকোণায় পূর্বশত্রুতার জেরে আনোয়ার নামে এক হাফেজকে কুপিয়ে হত্যা করার দায়ে রাজা মিয়া (২২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজা মিয়া নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। এ ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২১ জুন বিকেলে মোহনগঞ্জ উপজেলার বানিয়াজুরা গ্রামে আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার নামাজ পড়ার উদ্দেশে পুকুর পাড়ে বসে অজু করছিলেন। ওই সময় তাকে দেখে রাজা মিয়া তার হাতে থাকা দা দিয়ে আনোয়ারের ঘাড়ে কোপ দেন। পরে আনোয়ার দৌড়ে তার বাড়ির দিকে যেতে চাইলে আরেক...
সুন্দরবন থেকে হরিণের ১১০ কেজি মাংসসহ শিকারি আটক
বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ মো. আরিফুল সরদার (২৪) নামে এক শিকারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকা থেকে মাংসসহ এই শিকারিকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক সন্ধ্যায় একথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বনদস্যু করিম শরীফের অন্যতম সহযোগী মো. শাহজাহান, মো. অনু এবং একজন অজ্ঞাত ব্যক্তি হরিণের মাংস পাচারের চেষ্টা করছে। কোস্টগার্ড দ্রুত অভিযান শুরু করলে বনদস্যুরা বিষয়টি টের পেয়ে হরিণের মাংসসহ ২ টি নৌকা রেখে পালিয়ে যায়। পরে নৌকা দুটি তল্লাশি করে ১১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মো. আরিফুল সরদার নামে এক হরিণ শিকারীকে আটক করা হয়। জব্দ হরিণের মাংস এবং...
ভাতিজার গাছ কেটে উজাড় করলেন চাচা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় নিষিদ্ধ ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করতে বাধা দেওয়ায় ইউক্যালিপটাস বাগানের ১৫ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন আপন চাচা। এমন অভিযোগ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)পঞ্চগড় শাখার সহসভাপতি কাজী মকছেদুর রহমান। অভিযোগে তিনি বলেন, দিনেদুপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার গাছ কেটে নেওয়া হচ্ছে। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজের জমিতে রোপন করা গাছ কাটা হচ্ছে বলছেন চাচা কাজী মাহবুবুর রহমান। এ নিয়ে তেঁতুলিয়া মডেল থানা এবং পুলিশ সুপার বরাবরে অভিযোগ করেন ওই পরিবেশ আন্দোলন নেতা। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বড় বিল্লাহ গ্রামে সাতদিন ধরে গাছ কাটা চললেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, চা বাগান এবং আমবাগানের মাঝে কাঠ ব্যবসায়ী রহমতুলাহর নেতেৃত্বে মাহাবুবুর রহমানের নির্দেশে ইউক্যালিপটাস গাছ কাটা হচ্ছে। দশ থেকে বার জন পুরুষ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর