নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে। নিহতরা হলেন, উপজেলার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫০) এবং একই গ্রামের মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫২)। জানা গেছে, ওই গ্রামের সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমি-জমা মাপজোক করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয় পক্ষের মধ্যে বিভাদ সৃষ্টি হয়। বৃহস্পতিবার বেলা ১১টার...
নওগাঁয় গাছকাটা নিয়ে সংঘর্ষে নিহত ২
পুলিশ-বিজিবি মোতায়েন
নওগাঁ প্রতিনিধি

ইসরায়েলি পণ্য বিক্রির গুজব, নিরাপত্তাহীনতায় মালিক-কর্মচারীরা
নোয়াখালী প্রতিনিধি

গাজায় আগ্রাসনের প্রতিবাদে দেশব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল হয়। ওইসময় দেশের বিভিন্ন স্থানে কয়েকজন দুষ্কৃতিকারী বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এমন সুযোগে নোয়াখালীর আলিফ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে এনে ফেসবুকে বিভ্রান্তিমূলক একটি পোস্ট দেয় এক ব্যক্তি। যার ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরতরা নিরাপত্তাহীনতায় রয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানটির পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমকে এসব তথ্য জানান প্রতিষ্ঠানের জিএম ওয়ারেস আহমেদ সুমন। তিনি অভিযোগ করে বলেন, নোয়াখালীতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কতিপয় সুযোগ সন্ধানী আলিফ রেস্তোরায় শুধুমাত্র ইসরায়েলি পণ্য বিক্রি করছে বলে সামাজিক যোগাযোগ...
বাসা থেকে ডেকে নিয়ে হত্যা, ২০ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা হত্যা মামলায় মাসুম (৪২) নামে একজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানার এক কিশোর হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আ. আহাদের ছেলে। সেইসঙ্গে ভুক্তভোগী মুরাদ তল্লা মাদবরবারী এলাকার পনির হোসেনের ছেলে। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামিসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় মুরাদের...
ময়মনসিংহে কারাগারে এক শিক্ষার্থীর পরীক্ষা, অনুপস্থিত ৮৪২
ময়মনসিংহ প্রতিনিধি

উৎসবমূখর পরিবেশে সারাদে শের ন্যায় ময়মনসিংহেও প্রথমদিনের মতো এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। এতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধিনে ৪টি জেলার ১ হাজার ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৬ হাজার ৯৭২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিনে অনুপস্থিত ছিল ৮৪২জন। এরমধ্যে তিনজনকে বহিষ্কার করা হয়েছে। মাহমুদুল হাসান আলভি নামে এক শিক্ষার্থী ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পরীক্ষা দিয়েছেন। তিনি ত্রিশালের সোনাখালী পাগলার চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অধিনে ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল্লাহ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর