এবারের আসরে একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মৌসুমে ট্রাভিস হেড এবং অভিষেক জুটি প্রতিপক্ষকে চিরে চ্যাপ্টা করে হায়দ্রাবাদকে ফাইনালে তুলেছিলো। কিন্তু এবার ট্রাভিস হেড কিছুটা রান পেলেও একদম জ্বলে উঠতে পারেনি অভিষেক শর্মা। অবশেষে স্বরূপে হাজির অভিষেক। পাঞ্জাব কিংসের দেয়া বিশাল রান তাড়া করতে নেমে এই জুটি চালালেন তাণ্ডব। হেডকে পার্শ্বচরিত্র বানিয়ে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংসে অভিষেক হায়দ্রাবাদকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। শনিবার (১২ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৮ উইকেট ও ৯ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিকরা। এদিন টস জিতে আগে ব্যাট করা পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানের বিশাল সংগ্রহ পায়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক...
অভিষেকের তাণ্ডবে কুপোকাত পাঞ্জাব
অনলাইন ডেস্ক

আমার কাজ ক্রিকেট খেলা, ইংরেজি বলা নয়: মোহাম্মদ রিজওয়ান
অনলাইন ডেস্ক

পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক এবং পিএসএল-এর মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, তিনি ইংরেজি জানেন না, উচ্চশিক্ষা নিতে না পারার আফসোস আছে, তবে পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজি না জানায় কোনো লজ্জা নেই তার। করাচিতে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় রিজওয়ান বলেন, আমি গর্বিত যে আমি যা বলি, মনের কথা বলি। ইংরেজি বলতে পারি না, এটাতে লজ্জার কিছু নেই। হ্যাঁ, শুধু আফসোস পড়াশোনা শেষ করতে পারিনি। তিনি আরও বলেন, আমার কাজ ক্রিকেট খেলা, ইংরেজি বলা নয়। পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। যদি ইংরেজির দরকার হতো, তাহলে পড়াশোনা করে প্রফেসর হতাম। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্তান দলকে সমালোচনা করুন, কিন্তু সেই সঙ্গে দলকে উন্নতি করার পথও দেখান। শুধু খুঁটিনাটি ভুল ধরে লাভ নেই। যেদিন আমরা সিনিয়র হব, তখন শুধু সমালোচনা করলেই হবে না- তরুণদের...
৯ বছর পর আবাহনীকে কুপোকাত মোহামেডানের
নিজস্ব প্রতিবেদক

আবাহনীর বিপক্ষে মাঠে নামলেই মোহামেডান যেন ঘাবড়ে যায়। ম্যাচ শেষে ফলাফল একটাই দাঁড়ায়। আর সেটা মোহামেডানের হার। টানা ৯ বছর ধরেই চলছিলো এই ফলাফল। শেষবার তারা আকাশি-নীলদের হারিয়েছিলো ২০১৬ সালের মে মাসে। সেবারের ডিপিএলের লিগ পর্বে ৮ উইকেটে জিতেছিলো সাদা-কালোরা। অবশেষে লিস্ট এ ক্রিকেটে সব মিলিয়ে ১১ ম্যাচ ও প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারল মোহামেডান। আজ শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই ঐতিহ্যবাহী দল। সেখানে ৩৯ রানে জিতেছে মোহামেডান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় তারা। জবাবে ১৬ বল আগেই আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে। লিগ পর্বে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলেও পয়েন্ট তালিকার শীর্ষেই রইল আবাহনী। ১১ ম্যাচে তাদের অর্জন ১৮...
মাঠে হাজির তামিম
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। আজ শনিবার (১২ এপ্রিল) সকালেই দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হন তামিম। তখন মাঠে চলছিলো ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। তাৎক্ষণিক তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতই খারাপ হয়েছিলো যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে তাকে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮...
সর্বশেষ
সর্বাধিক পঠিত