পাবনায় আদালতের ভেতরে শুনানি চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে বাধা দেওয়ায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- আওয়াল কবির, সারোয়ার জাহান শিশির, কালাম খান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম ডালিম এবং সবুজ হোসেন। স্থানীয় সূত্র বলছে আটকরা সবাই জেলার ঈশ্বরদী পৌর ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটকরা সকলেই ২০২৩ সালের ১৫ নভেম্বর ঈশ্বরদীর একটি নাশকতা মামলার জামিনপ্রাপ্ত আসামি ছিলেন। মঙ্গলবার দুপুরে আদালতে তারা মামলার হাজিরা দিতে আসেন। আদালত চলা অবস্থায় তারা এজলাসে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য শাহ আলম তাদের ছবি তুলতে বাধা...
এজলাসে পুলিশ সদস্যকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক
পাবনা প্রতিনিধি

ফেনীর ১০ শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান
ফেনী প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ১০টি পরিবারের মাঝে ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এ অনুদান দেওয়া হয়। জেলা প্রশাসক ও প্রশাসক জেলা পরিষদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে মোট বিশ লাখ টাকা প্রদান করা হয়। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাহিদা আক্তার তানিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। news24bd.tv/তৌহিদ
পিরোজপুর জেলা কৃষক লীগ সভাপতি চাঁন মিয়া গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি

হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর দুইটায় তার নিজ বাড়ি পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির মামলা রয়েছে। জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও তার ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগ্নে জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত...
পাঁচ দিনেও থামেনি দুই পক্ষের সংঘর্ষ, মানছে না ১৪৪ ধারা
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আটঘড়িয়া গ্রামে টানা ৫ দিন ধরেই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে চলছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০০ জনের বেশি আহত হয়েছেন। বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও বারে বারে সেটি ভেঙ্গে চলছে সংঘর্ষের ঘটনা। জানা যায়,উপজেলার আটঘড়িয়া গ্রামের ১ একর ১ বিঘা জমি ও বসতভিটাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি স্থানীয় গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ইয়াসিন গ্রুপের সাথে মাহতাব গ্রুপের এই বিরোধ শুরু হয় গত শুক্রবার সকাল থেকেই। যা দফায় দফায় চলমান রয়েছে ৫ দিন ধরেই। যা বর্তমানে রূপ নেয় ভয়াবহ ভাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বারে বারে ১৪৪ ধারা জারি করলেও মানছেনা কেউ। যার ফলে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর