ঢাকাসহ দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। রোববার (৯ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা...
৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক

ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’
অনলাইন ডেস্ক

ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি হটলাইন খুলছে। একই সঙ্গে ধর্ষণের মামলা তদারকের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি সেল খোলা হচ্ছে। রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা বলেন, রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন ও হয়রানি হয়, এ ব্যাপারে প্রতিকার নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে দ্রুত একটি আলাদা হটলাইন দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি জানিয়ে দেওয়া হবে। এটি হবে টোল ফ্রি। তিনি বলেন, হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। অভিযোগ জানানো যাবে। এটি তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেডিকেটেড সেল থাকবে। আসিফ নজরুল আরও...
আরও ৪২ মে.টন আলু গেল নেপালে
অনলাইন ডেস্ক

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে জানুয়ারি মাস থেকে চলতি মার্চ পর্যন্ত নেপালে ১ হাজার ৩৮৬ মেট্রিক টন স্টারিজ আলু রপ্তানি করা হয়েছে। আজ রোববার (৯ মার্চ) দুপুরে থিংকস টু সাপ্লাই নামক একটি প্রতিষ্ঠান বাংলাদেশি দুইটি ট্রাকে ২১ মেট্রিক টন করে মোট ৪২ মেট্রিক টন আলু নেপাল রপ্তানি করে। এছাড়া, রপ্তানিকৃত আলুগুলো নেপালের ঝাপা বির্তামোদে এলাকায় সবজি ভান্ডারে পাঠানো হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, রোববারের পরীক্ষার পর ৪২ মেট্রিক টন স্টারিজ আলু নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত বাংলাবান্ধা বন্দর থেকে ১ হাজার ৩৮৬ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এছাড়া, গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৫টি বাংলাদেশি ট্রাক থেকে ১০৫ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়।...
পদ্মা সেতুতে গাড়ি চালাতে মানতে হবে নতুন গতিসীমা

নতুন গতিসীমা মেনে পদ্মা সেতুতে গাড়ি চালাতে হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই নতুন গতিসীমা নির্ধারণ করেছে সরকার।ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এ নির্দেশ দেন তিনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানবলেন, পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে। একইসঙ্গে ঈদের সময় যদি সড়কে দুর্ঘটনা ঘটেই যায়, যাতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর