অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। জানা গেছে, তারা ইউরোপের দেশ বুলগেরিয়ায় যাওয়ার উদ্দেশ্যে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এর আগে গত শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া থানার পীরাগড়ি ক্যাম্প এলাকায় ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ এখনো বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। এদিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরেছি। যদিও ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জানালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সুনাম...
ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে যে পরিণতি ৭ বাংলাদেশির
নিজস্ব প্রতিবেদক

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (১৪ এপ্রিল) মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেন সেনাপ্রধান। এসময় তিনি মন্দির পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। আরও পড়ুন দেশে ফিরলেন সেনাপ্রধান ১২ এপ্রিল, ২০২৫ সেনাবাহিনী প্রধান এসময় এক বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দেন।...
‘নিষিদ্ধ ছাত্রলীগের রবিউলকে গ্রেপ্তার করা কঠিন হয়ে গেছে’
অনলাইন ডেস্ক

নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে, চিহ্নিত ওই ব্যক্তি একই বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব এবং নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ বলছে, অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করার পর এখন গ্রেপ্তার কঠিন হয়ে পড়েছে। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আবেগের বশে অভিযুক্ত শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেছে। এখন ওই যুবককে গ্রেপ্তার করা কঠিন হয়ে গেছে পুলিশের পক্ষে। কারণ ওই যুবক এখন চেষ্টা করবে আত্মগোপনে থাকতে। তবে অভিযুক্ত যুবক ও মদদদাতাদের ধরতে অভিযান অব্যাহত। আরও পড়ুন এই রবিউলই কি...
তাহলে কি খুলনার মেয়র হতে চলেছেন মঞ্জু?
অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিএনপি প্রার্থীদের পক্ষে আদালতের রায় ঘোষণার পর এবার খুলনায়ও বিএনপির পক্ষ থেকে মেয়র পদ ফিরে পাওয়ার আশাবাদী হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। তারা আশা করছেন, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলাম মঞ্জু আদালতের রায়ে মেয়র হিসেবে পুনর্বহাল হতে পারেন। আদালতের আদেশ: একতরফা রায়ের সম্ভাবনা ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। তিনি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে খুলনার যুগ্ম-জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করেন। মামলায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ছয়জনকে বিবাদী করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর