এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিকান্দার সিনেমা। মুক্তির পর থেকেই এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি সিনেমাটি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী বলছে, শাহরুখ খানের জাওয়ান সিনেমা ১৬ দিনে আয় করেছিল ৮৯০ কোটি রুপি। সেখানে সালমানের সিকান্দার সিনেমা বক্স অফিসে ১৬ দিনে মোট ১০৯.৩৯ কোটি টাকা আয় করেছে। এমন রিপোর্ট প্রকাশ্যে আসার পর অনেকেই বলে ফেলেছেন, সালমানের ক্যারিয়ার হয়তো শেষ। তবে নতুন খবর, সালমান কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে। এদিকে সালমানের সিকান্দার ১৬দিন পার করে ফেলেছে বক্স অফিসে। পাল্লা দিয়ে কমছে আয়। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৬তম দিনে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১০৯.৩৬ কোটি রুপি (নেট) সালমানের সিকান্দার বক্স অফিসে ব্যর্থ হওয়ার নেপথ্যে কিছু কারণ জানিয়েছে চলচ্চিত্র বিশ্লেষকেরা। দুর্বল...
বক্স অফিসে ভরাডুবি ‘সিকান্দার’-এর, নেপথ্যে কারণ
অনলাইন ডেস্ক

শাকিবের ‘বরবাদ’ আরও দুই দেশে মুক্তির ঘোষণা
অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত দুইটি বরবাদ ও অন্তরাত্মা সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। তিন সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই বরবাদ মুক্তি পেতে চলেছে বিদেশের মাটিতে। আগামী ২৬ এপ্রিল বরবাদ মুক্তি পাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। চলবে অস্ট্রেলিয়ার বাঙালী অধ্যুষিত প্রায় সব শহরে। প্রথমদিনের অগ্রিম টিকিট অনলাইনে ছাড়ার এক ঘণ্টার মধ্যে সোল্ড আউট! এছাড়াও বরবাদ মুক্তি পেতে চলেছে আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে। এসকে ফিল্মস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মসের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। বরবাদ সিনেমা মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সিনেমা পরিবেশনা শুরু করবে। পরবর্তীতে মধ্যপ্রাচ্য, ইউরোপ, মুক্তি পাবে বরবাদ। এরই মধ্যে এ কাজের প্রাথমিক...
কস্টিউমের ভেতরে আরো দুইটা জামা পরেছিলাম: মাহি
অনলাইন ডেস্ক

সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির ইভেন্টে অংশ নিয়ে খোলামেলা পোশাকে নাচের কারণে সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনেত্রীর নাচের বেশ কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। বডি ফিটিং পোশাকের কারণে মাহির সেই নাচ দৃষ্টিকটু মনে হয় ভক্তদের কাছে। যে কারণে বেশ বিতর্কের মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি অবশ্য দায় চাপিয়েছেন, যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার ওপরেই। মাহি মনে করেন, তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সামিরা খান মাহি বলেন, আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত...
বক্স অফিসে ঝড় তুলছে সানির 'জাট', প্রতিক্রিয়ায় যা বললেন সৎ মা হেমা মালিনী
অনলাইন ডেস্ক

বক্স অফিসে ঝড় তুলছে সানি দেওল অভিনীত জাট ছবি। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পরই ২-৩দিন বক্স অফিসে ঝড় ওঠে। মুক্তির পঞ্চম দিনে ছবিটির আয় ৭.২৫ কোটি রুপি। ৬ষ্ঠ দিনে এখন পর্যন্ত বক্স অফিসে ছবিটির কালেকশন ৪৯.৬ কোটি রুপি(নিট)। এদিকে ছবির সাফলেয় খুশি সবাই। তবে কেবল সানি দেওল ও তার ছবির টিম নয়, গোটা দেওল পরিবারই উচ্ছ্বসিত ছেলের এই সাফল্যে। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও সানির সৎ মা হেমা মালিনীও এবার তা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা বলেছেন, আমি শুনলাম জাঠ নাকি দারুণ ব্যবসা করছে শুরুর দিন থেকে। ভেবে ভালো লাগছে যে, ছবিটা দেখতে মানুষ হলে গিয়েছেন। এ সব দেখে আমার স্বামী ধর্মেন্দ্রও খুশি হয়েছেন। আমার মনে হয় ছবিটা ভালোই হয়েছে। ছবি নিয়ে প্রশংসা করলেও, তা এখনও দেখার সময় করতে পারেননি হেমা। অন্যদিকে সানির সৎ-বোন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর