চার দিন আগে আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের পর আবারও আকাশে উড়লো জুলহাস মোল্লার তৈরি প্লেন। রোববার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে তার তৈরি প্লেনটি উড়ানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক ও সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা। ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জানান, জুলহাসের গবেষণা ও উদ্ভাবনকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় একাডেমিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, জুলহাসের তৈরি যানটি আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আমরা কাজ করবো। পাশাপাশি তার পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবো। ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক আরও বলেন, জুলহাসের উদ্ভাবনী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাকে সঠিক শিক্ষার সুযোগ দিতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে...
দ্বিতীয়বারের মতো আকাশে উড়লো জুলহাসের তৈরি প্লেন
নিজস্ব প্রতিবেদক

ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে পাচারের জন্য নিয়ে আসা আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) রাতে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে ইজিবাইকসহ সোহেল উদ্দিনকে (৫৫) আটক করে বিজিবি। তার বাড়ি কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামে। তিনি হামিজ উদ্দিনের ছেলে। সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে (৩৩ বিজিবির) অধীনস্থ ঝাউডাংগা ক্যাম্পের টহল কমান্ডার সুবেদার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে বিজিবির জোয়ানরা আবাদের হাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে একটি ইজিবাইকসহ চোরাকারবারী সোহেল উদ্দিনকে আটক করে । পরবর্তীতে, তল্লাশী করে ইজিবাইকের সামনের স্টেয়ারিং এর নিচের অংশে বিশেষ ব্যবস্থাপনায় রাখা স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক...
কুড়িগ্রামে ধর্ষকের শাস্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি

মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সিনিয়রসহ সভাপতি অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সিনিয়র যুগ্ম সম্পাদক উম্মে আসমা, রীতা পারভীন, সদস্য হালিমা বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ। এ সময় বক্তারা সাম্প্রতিক সময়ের নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে...
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, বজ্রবৃষ্টিরও পূর্বাভাস
অনলাইন ডেস্ক

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, আগামী বুধবার দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী তিন দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া, বুধবার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর