আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এবার তাকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন। গত বছরের ২০ ডিসেম্বর মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুর পর এই মন্ত্রণালয় নিজের কাছেই রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। news24bd.tv/SHS/আইএএম/
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন
নিজস্ব প্রতিবেদক

কলকাতায় 'সেরা বাঙালি সম্মাননা' পেলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন
নিজস্ব প্রতিবেদক

সেরা বাঙালি সম্মাননা ২০২৫- এ ভূষিত হয়েছেন ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন। সোমবার (১৪ এপ্রিল) মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের আয়োজনে এক অনন্য সাহিত্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। দুই হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান এ প্রকাশিত হয় এক বিশাল কাব্যগ্রন্থ। এই সাহিত্যযজ্ঞে সেরা বাঙালি সম্মাননা ২০২৫ প্রদান করে সম্মান জানানো হয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজে অসামান্য অবদান রাখা ১০ জন কৃতী বাঙালিকে। তারিক চয়নকে সেরা বাঙালি সম্মাননা ২০২৫ প্রদান করার পর এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিবের কূটনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক বিনিময়ে অবদান...
আউটসোর্সিং সেবা গ্রহণ নীতিমালা জারি
অনলাইন ডেস্ক

জারি করা হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০২৫। এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনতে, স্বল্প সময়ে সেবা গ্রহণ, স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা ক্রয়ের পাশাপাশি সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করা লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ সুবিধা প্রদান করেছে। এর মধ্যে ৫টি ক্যাটাগরির সেবা ও ৩টি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। এতে আউটসোর্সিংয়ে কাজ করা কর্মীরা দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বছরে ১৫দিন ছুটিসহ বেশ কিছু সুবিধা পাবেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় সম্পাদন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা-২০২৫ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নববর্ষের উপহার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আউটসোর্সিংয়ের সেবাকর্মীরা দুটি উৎসব প্রণোদনা...
মেঘনা গ্রুপের চেয়ারম্যানসহ দুই জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
অনলাইন ডেস্ক

শাপলাচত্বর গণহত্যার পক্ষে প্রচারণায় সহযোগিতার অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দুই জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা হচ্ছেন অভিযুক্ত অপর আসামি। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান এ অভিযোগ দাখিল করেন। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর চালানো গণহত্যার পক্ষে প্রচারণায় সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। news24bd.tv/SC...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর