জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, কিছু বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে। খুনি হাসিনাকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আমরা সবাই অলরেডি শহীদ হয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নেই। বিভিন্ন গোষ্ঠী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী যারা ফ্যাসিবাদের পক্ষে গত ১৫ বছর ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচারালয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কারের আওতায় আনতে হবে। আমরা নতুন সংবিধান, গণপরিষদ ও বিচারের দাবিতে আমরা মাঠে নামবো। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ ও কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার...
আমরা অলরেডি শহীদ, আমাদের আর কোনো ভয় নেই: নাসিরুদ্দিন পাটোয়ারী
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জে নিহত ছাত্রদলকর্মীর পরিবারের পাশে তারেক রহমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ছাত্রদলকর্মী অপূর্বের পরিবারকে স্বান্তনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১১ মার্চ) রাতে মোবাইর ফোনে নিহত অপূর্বের বাবা-মায়ের সঙ্গে কথা বলে গভীর শোক ও সমবেদনা জানান তারেক রহমান। এ সময় তারেক রহমান নিহতের পিতার উদ্দেশ্যে বলেন, আপনাকে স্বান্তনা দেওয়ার ভাষা আমার নেই। আমি আমার ভাইকে হারিয়েছি। সন্তান হারানোর বেদনা তার চেয়ে অনেক বেশি। এ সময় বিএনপির পক্ষ থেকে নিহত অপূর্বের পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান। রোববার রাতে ছাত্রদল আয়োজিত ধর্ষণবিরোধী মিছিল শেষ করে বাসায় ফেরার পথে ঘাতকের ছুরিকাঘাতে নিহত হন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী অপূর্ব। সোমবার রাতে নিহত অপূর্বের পরিবারের পরিবারকে শান্তনা দিতে তারেক রহমানের পক্ষ থেকে সেখানে যান বাংলাদেশ...
সুনামগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫
অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে ভারতীয় চুনাপাথর পরিবহনকারী গাড়ি থেকে চাঁদা আদায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী (৬৫), তিনি হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে ভারতীয় চুনাপাথর পরিবহনকারী গাড়ী থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে গত কিছুদিন ধরে স্থানীয় ইউনিয়ন ছাত্রদল নেতা হারুনুর মাহমুদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুই গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় হযরত আলী গ্রুপ...
পরকীয়া প্রেমিককে বিয়ের চাপ দেওয়ায় সেই গৃহবধূ খুন
অনলাইন ডেস্ক

কুমিল্লার দেবিদ্বারে পরকীয়ার জেরেই গৃহবধূ শাহনাজ বেগমকে খুন করা হয়। মাথায় রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার পর শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করা হয়। পরে দুই ঘণ্টা লাশ নিয়ে ঘুরাঘুরির পর মহাসড়কের কালভার্টের নিচে ফেলে দেওয়া হয়। সোমবার (১০ মার্চ) বিকেলে ঘাতক মহিউদ্দিন কুমিল্লার আদালতে এসব স্বীকারোক্তি দেন। রাতে দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার উপজেলা ইউসুফপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে হাত, পা, মুখ ও চোখ বাঁধা অবস্থায় শাহনাজের লাশ উদ্ধার হয়। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায়, ওই নারী পাশের মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকার শাহ আলমের স্ত্রী। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আরও পড়ুন চলতি মাসে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর যে খবর দিলো আবহাওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর