রাজধানীর উত্তরায় নিজ বাসায় হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়াকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরখান থানা পুলিশ। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই ফ্ল্যাটে ২০-২২ বছর বয়সী একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে উত্তরখান থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাজের ও রুপা। তারা স্বামী-স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বলেন, আজকে ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই দুইজন স্বামী-স্ত্রী। গত সাত মাস আগে তাদের বিয়ে হয়েছে। তাদের ফোনের মাধ্যমে পরিচয়, এরপর তারা একে অপরকে বিয়ে করেন। তিনি বলেন, আমরা এই হত্যাকাণ্ডের...
হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে হত্যা, গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক

ধর্ষণবিরোধী পদযাত্রায় সংঘর্ষ, যা বলল পুলিশ
অনলাইন ডেস্ক

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে গঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পদযাত্রায় পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের বাধা দেয়। পুলিশের ভাষ্যমতে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সহকারী পুলিশ কমিশনার...
মৃত্যুসনদ নিতে ৭ হাজার টাকা ঘুষ, গণশুনানিতে কাঁদলেন নাগরিক
নিজস্ব প্রতিবেদক

শিক্ষকের মৃত্যু সনদের জন্য সাত হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এছাড়া জন্মনিবন্ধনসহ নানা কাজেও দিতে হয় উৎকোচ। সিটি করপোরেশনকে নিয়মিত রাজস্ব দেন তবুও পান না কাঙ্ক্ষিত সেবা। এমন বঞ্চনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন সাত্তার চৌধুরী নামের এক ব্যক্তি। নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ১৮টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে মঙ্গলবার গণশুনানির আয়োজন করে ডিএনসিসি। সেখানেই কথা বলতে গিয়ে কাঁদেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার চৌধুরী। মোল্লারটেক, ইরাশাল এবং আজমপুর নিয়ে গঠিত ৫০ নম্বর ওয়ার্ড ২০১৮ সালে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়। মঙ্গলবারের গণশানিতে স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির নেতা, পাড়া মহল্লাভিত্তিক সোসাইটি নেতা এবং যুবক, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় লোকজন অংশ নেন। তারা রাস্তাঘাট, খেলার মাঠ-পার্ক, জলাবদ্ধতা, মশার উপদ্রব,...
সাভারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, জানা যায়নি ক্ষতির পরিমাণ
অনলাইন ডেস্ক
ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে সংস্থাটির মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সকাল সোয়া সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাতটা ২০ মিনিটে। প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নং জোনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, সকাল সাতটার দিকে পাওয়ার প্ল্যান্টের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ঢাকাসহ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর