শাহবাগে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা করা হয়েছে। এসময় অজ্ঞাতনামা হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে এ মামলায় আসামি করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিরা হলেন, অংঅং মারমা (২৫), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি সুমাইয়া শাহিনা (২৫), জবি ছাত্র ইউনিয়নের আদ্রিতা রায় (২৩), ছাত্র ফেডারেশনের আরমান (৩০), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু (২৮),বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি আল আমিন রহমান (২৫), বাম ছাত্র সংগঠনের নেতা রিচার্ড (২৬), ছাত্র ফেডারেশনের হাসান শিকদার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (ঢাবি) সীমা আক্তার (২৫), বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌকত আরিফ (২৬), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সাধারণ সম্পাদক ও...
শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা
অনলাইন ডেস্ক

বহু মামলার আসামি রাজন গুলিসহ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রাজধানীর কাওরান বাজারসহ আশেপাশের এলাকার চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সন্ত্রাসী ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. শরীফ খান ওরফে রাজনকে পিস্তলের গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ছয় রাউন্ড পিস্তলের গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে তথ্য পাওয়া যায়, রাজন তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মাদকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তেজগাঁও থানা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে...
এড়িয়ে চলুন রাজধানীর ৪ এলাকা
অনলাইন ডেস্ক

আজও দূষণের শীর্ষ তালিকায় রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান বিশ্লেষক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুসারে, আজ বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১৯২, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজকের পর্যবেক্ষণে দেখা গেছে, বাতাসে পিএম ২.৫ নামে পরিচিত অতিক্ষুদ্র ধূলিকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মাত্রার প্রায় ২৩ গুণ বেশি। এতে শ্বাসতন্ত্রের সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। আরও পড়ুন তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ, কিছু এলাকায় বজ্রবৃষ্টির আভাস ১১ মার্চ, ২০২৫ রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস পাওয়া গেছে মাদানি সরণির বেজ এজওয়াটার এলাকায়, যেখানে AQI স্কোর ২৩৬। এছাড়া মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের স্কোর ২২৬, মার্কিন দূতাবাস এলাকায় ২২১, এবং তেজগাঁও শান্তা ফোরাম...
রিভলবারসহ শান্তিনগরে গ্রেপ্তার বিপ্লব
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন থানা এলাকা থেকে রিভলবারসহ চিহ্নিত চাঁদাবাজ মো. নুরুজ্জামান বিপ্লবকে (৪৪) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে পল্টন মডেল থানাধীন শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১২ মার্চ) সংবাদমাধ্যমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার একটি টহল টিম এলাকায় নিরাপত্তা টহল পরিচালনা করার সময় শান্তিনগর নভেল হাউজের সামনে পাকা রাস্তায় উপস্থিত হয়। এসময় একজন ব্যক্তিকে (আসামি) দৌড়ে আসতে দেখে আশপাশের লোকজনদের সহযোগিতায় তাকে আটক করা হয়। তখন মাহফুজ মীর নামে এক ব্যক্তি এসে জানান যে, তার বাবা লেবু মীরকে চাঁদার টাকার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর