বলিউডে প্রথম সিনেমা থেকেই নজর কাড়েন অদিতি রাও হায়দরি। তবে দিল্লি সিক্স ঘিরে তার স্মৃতি সুখের নয়। একে তো নায়িকার চরিত্র থেকে তিনি বঞ্চিত হন। তার উপর চিত্রায়িত বেশ কিছু দৃশ্য শেষ অবধি বাদ পড়ে সিনেমা থেকে। ২০১১ সালে রকস্টার সিনেমায় আবারও সুযোগ পান, কিন্তু সেখানেও পার্শ্বচরিত্রে। এরপর ২০১৩ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের বিপরীতে বস। কিন্তু এই ছবিতেও অদিতির থেকে বেশি গুরুত্ব পায় সোনাক্ষীর আইটেম ডান্স। তবে ক্যারিয়ারের প্রথম থেকেই যেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তার অদৃশ্য এক প্রতিযোগিতা চলছে। যে কারণে এই অভিনেত্রীকে নিয়ে সরাসরি আপত্তিকর মন্তব্য করতেও বাধে না। ২০১১ সালেই সুধীর মিশ্রর পরিচালনায় তিনি অভিনয় করেন ইয়ে সালী জিন্দেগী-তে। এই ছবিতে মোট বাইশটি চুম্বনদৃশ্যে অভিনয় করেন তিনি। ভেঙে দেন মল্লিকা শেরাওয়াতেরমার্ডার ছবিতে দীর্ঘ...
মল্লিকাকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্যে অবাক অভিনেতা
অনলাইন ডেস্ক

শাহরুখ–সালমানরা কি নামাজ পড়েন, যা জানালেন ফারাহ খান
অনলাইন ডেস্ক

নামাজ না পড়লেও রোজা ও জাকাত আদায় করেন বলিউডের মুসলিম চলচ্চিত্র নির্মাতা ও ড্যান্স কোরিওগ্রাফার ফারাহ খান। দিনে পাঁচবার নামাজ না পড়লেও নিজেকে ভালো মুসলিম ও ভালো মানুষ দাবি করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম রেডিফের লাইভ চ্যাটে ভক্তঅনুরাগীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফারাহ। এ সময় তিনি শাহরুখ খান, সালমান খানসহ বলিউডে অন্য অন্য মুসলিম তারকাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চা নিয়েও কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রেডিফের অনুষ্ঠানে ফারাহ খানকে তার এক ভক্ত প্রশ্ন করেন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন কিনা। পাশাপাশি ইসলামি বিধান অনুযায়ী দিনে পাঁচবার নামাজ পড়া এবং রোজা রাখার মতো বিষয়গুলো মেনে চলেন কিনা। উত্তরে ফারাহ খান বলেন, আমি নামাজ পড়ি না। কিন্তু রমজানে রোজা রাখি এবং আমার আয়ের ৫ শতাংশ আমি দান করি, যাকে ইসলামে জাকাত বলা হয়।...
যে কারণে কোটি কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন সামান্থা
অনলাইন ডেস্ক

দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অভিনয় ক্যারিয়ারের বেশ সফল এই অভিনেত্রী। পুষ্পা সিনেমার আইটেম গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান ২ সিরিজ তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। একের পর এক সিনেমা আর বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব আসতে থাকে অভিনেত্রীর কাছে। তবে বেশির ভাগ প্রস্তাবই তিনি না করে দেন। ফুডফারমারকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানান, তিনি গত বছর ১৫টি বিজ্ঞাপনী চুক্তি করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সামান্থা জানান, তিনি এমন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চান, যা সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব রাখতে পারবে। এ ছাড়া তিনি চুক্তি করার আগে পণ্য সম্পর্কে বিশদ জানতে চান। এসব বিষয় না মেলায় গত বছর তিনি ১৫টি বিজ্ঞাপনী চুক্তি বাতিল করেছেন। এ জন্য তার কোটি কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। সামান্থার ভাষ্যে, আমার বয়স যখন...
মুক্তির দ্বিতীয় দিনেই সালমানকে টক্কর সানির 'জাঠ'-এর
অনলাইন ডেস্ক

এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিকান্দার ছবি। তবে প্রত্যাশা অনুযায়ী খুব একটা সাফল্যের মুখ দেখেনি ছবিটি। সিকান্দার ছবির বক্স অফিস কালেকশন ১৩তম দিনে আরও কমেছে, দর্শকদের মধ্যে এই ছবি দেখার আগ্রহও কমে যাচ্ছে। অন্যদিকে বক্স অফিসে জাঠ নিয়ে হাজির হয়েছেন সানি দেওল। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ছবিটি। সালমান-সানির অনুরাগীদের অনুমান, এবার জাঠ ও সিকান্দার-এর মধ্যে বক্স অফিস লড়াই শুরু হবেই। তবে তথ্য বলছে এই মুহূর্তে সুপারস্টার সালমানের ছবিটি বেশ পিছিয়ে পড়েছে। ঘরোয়া বক্স অফিসে ১৫০ কোটির ঘর টপকাতেও বেশ বেগ পেতে হচ্ছে সিকান্দারকে। বক্স অফিসে সিকান্দার-এর দুর্বল পারফরম্যান্স ট্রেড ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, জাঠ ছবি মুক্তির পর ১২তম দিনে সিকান্দার মাত্র ৭৫ লাখ রুপি আয় করে। এরপর প্রাথমিক অনুমান অনুযায়ী, ১৩তম দিনে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর