রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় জামায়াত আমির বলেন, আজ হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রত্যাশিত রায় হয়েছে। এ রায় দ্রুত কার্যকর করার আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন। ডা. শফিকুর রহমান ভিন্নমতকে গণতন্ত্রের সৌন্দর্য উল্লেখ করে একে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলেন। একইসাথে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।...
কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ না রাখার আহ্বান জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক

যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের সংকট উত্তরণ হবে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের সংকট উত্তরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জানিয়ে তিনি বলেন, যেসব সংস্কার বাকি থাকবে নির্বাচিত সরকার সংসদে গিয়ে সেসব সংস্কার করবে। পতিত ফ্যাসিবাদীগোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের অর্থনীতিসহ সব খাত ধ্বংস করেছে, তাই ধ্বংসস্তুপ থেকে দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। news24bd.tv/আইএএম...
গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সাড়ে আটশত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। আজ রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ঈদ আনন্দ থেকে বঞ্চিত আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী ১৮ মার্চ থেকে আহত ব্যক্তিদের মধ্যে ইফতার সামগ্রী ও শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে। এসময় তিনি আরও জানান, অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। জুলাই-আগস্ট বিপ্লবের সময় আহতদের চিকিৎসা দেওয়া, সাম্প্রতিক ফেনী বন্যায় ত্রাণ সহায়তা প্রদানসহ মানবিক কার্যক্রম পরিচালনা করেছে...
কক্সবাজারে সমন্বয়কের বাবাকে হত্যা, বিচারের দাবি এনসিপির
অনলাইন ডেস্ক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাবাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক হামলায় জুলাই অভ্যুত্থানের এক সমন্বয়কের বাবা হাবিবুল হুদা নিহত হন। একই ঘটনায় তার পরিবারের আরও তিনজন আহত হন। এনসিপি দাবি করেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক অতীতে বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও কেউ এখনো গ্রেপ্তার হয়নি, যা আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। দলটি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর