যশোরের চৌগাছা উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিঠু নামে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ প্রতিবেশী চাচা সম্পর্কের মিঠু শিশুকে দাদি ডাকছেন বলে মাঠে নিয়ে যান। তখন শিশুটি দাদিকে দেখতে না পেয়ে বাড়ি যেতে চায়। ওই সময় মিঠু পাশের পেয়ারা বাগানের মধ্য দিয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে তাকে নিয়ে যেতে চায়। তার সঙ্গে যেতে না চাইলে মারবো বলে শাসায়। একপর্যায়ে মিঠুশিশুকে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ধস্তাধস্তি করতে থাকে। এমনকি গায়ের জামাও ছিড়ে ফেলে। এসময় চিৎকার করতে থাকে মেয়েটি। এক পর্যায়ে মিঠুর হাতে কামড়ে দেয় সে। চিৎকার শুনে মাঠের লোকজন এগিয়ে এলে মিঠু পালিয়ে যান। এদিকে খবর...
কামড়ে ও চিৎকার করে রক্ষা পেল স্কুলছাত্রী
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে টেরিবাজারে কাপড়ের গুদামের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নির্বাপণে এখনো ৬টি ইউনিট কাজ করছে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেরুবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলার কাপড়ের দোকান থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ৭টা ৩৫ মিনিটে আগুনের খবর আসে। এরপর নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তিনি বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। পাশের মার্কেটে যাতে ছড়িয়ে না পড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে কোনো...
অবৈধ অনুপ্রবেশ, কুমিল্লায় ২ ভারতীয় নাগরিক আটক
অনলাইন ডেস্ক

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৬ মার্চ) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কৈখলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা (৪০) ও তার ছোট ভাই বিমল দেব বর্মা (২৩)। বিকেলে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক...
৩ বছরের ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন ৯ বছরের বোন, অতঃপর...
অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো শিশুরা হলো- একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মো. নিজুম (৩)। এ বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া। তিনি বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট শিশু ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। এ সময় হঠাৎ বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহগুলো উদ্ধার করেন। তিনি আরও বলেন, এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর