ফুটবল বিশ্বে পায়ের কারুকার্যে মুগ্ধতা ছড়াচ্ছেন লিওনেল মেসি, আর বাংলাদেশে ঠিক তেমনই আলোচনার কেন্দ্রে এখন হামজা চৌধুরী। যদিও এখনো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি, তবে তার আগমনের খবরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন স্বপ্ন জেগেছে। বাংলাদেশে পা রাখার পর থেকেই হামজাকে এক নজর দেখার জন্য বিমানবন্দর থেকে সিলেটের গ্রামের বাড়ি পর্যন্ত উপচে পড়া ভিড় লেগে ছিল। যারা সামনে থেকে দেখতে পারেননি, তারাও আশায় বুক বেঁধেছেনহয়তো এই তারকাই বদলে দেবেন দেশের ফুটবলের ভবিষ্যৎ। তার প্রভাব এতটাই গভীর যে, অনেকের কাছে এটি মনে করিয়ে দিচ্ছে মেসির বিশ্বব্যাপী জনপ্রিয়তার ছোঁয়া। আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও এই তুলনা টেনে বলেন, যখন আমি বাংলাদেশ দলে এসেছিলাম, ঠিক তখনকার মতোই অনুভব করছি। হামজা প্রিমিয়ার...
হামজাকে পেয়ে জামাল, ‘আমাদের মেসি এসেছে’
নিজস্ব প্রতিবেদক

ফিরছেন না ফাহমিদুল, হামজারও একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা
অনলাইন ডেস্ক

বাংলাদেশে পৌঁছানোর পরপরই নিজের শেকড়ের টানে ছুটে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। সেখানকার মানুষের উষ্ণ অভ্যর্থনা গ্রহণের পর, ২৬ ঘণ্টা কাটিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় ফেরেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এরপর আজ (১৯ মার্চ) জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে এক সংবাদ সম্মেলনে যোগ দেন শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার। তবে সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা জানান, ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে হামজাকে শুরুর একাদশে রাখা হবে কি-না, তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, আমাদের এখনও পাঁচটি ট্রেনিং সেশন বাকি আছে। আমরা চূড়ান্ত লাইনআপ ঠিক করিনি। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো হামজার জন্য। এদিকে, গতকাল দলের সঙ্গে সৌদি আরব থেকে ঢাকায় না ফেরায় ফাহামিদুল ইসলামকে নিয়ে চর্চা হচ্ছে সবচেয়ে বেশি। তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ায় হচ্ছে তুমুল সমালোচনা। শোনা যাচ্ছিল, এতো...
রোজা রেখেই স্পেনের হয়ে মাঠ কাঁপাবেন ইয়ামাল
অনলাইন ডেস্ক

লামিনে ইয়ামাল রোজা রেখে ম্যাচ খেলতে মাঠে নামবেন! স্পেনের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইয়ামালই এই কীর্তি গড়তে যাচ্ছেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, নেশনস লিগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে রোজ রেখে খেলবেন ইয়ামাল। যদিও এর আগে ১৭ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনার হয়ে রোজা রেখে খেলছেন। অন্যদিকে ফুটবল বিশ্বে এই ঘটনা নতুন কিছু নয়। অনেক মুসলিম ফুটবলাররাই রোজা রেখেই খেলতে নামেন। যদিও স্পেনের জাতীয় দলের হয়ে অতীতে কেউ কখনই রোজা রেখে খেলতে নামেনি। যদিও ইয়ামালই স্পেন জাতীয় দলে খেলা প্রথম মুসলিম ফুটবলার নন। আদামা ত্রাওরে, আনসু ফাতি, মুনির এল হাদ্দাদিরাও ইসলাম ধর্মাবলম্বী। তবে ত্রাওরে ও ফাতি রমজান মাসে স্পেনের হয়ে কোনো৪ ম্যাচ খেলেননি। ২০১৪ সালের সেপ্টেম্বরে স্পেনের হয়ে অভিষেক হয় মুনিরের। দেশটির জার্সিতে তিনি ওই এক ম্যাচই...
টিভিপর্দায় আজ যেসব খেলা
অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আছে তিনটি করে ম্যাচ। মেয়েদের চ্যাম্পিয়নস লিগে আছে দুটি ম্যাচ। ঢাকা প্রিমিয়ার লিগ ব্রাদার্স ইউনিয়ন-গুলশান সকাল ৯টা, টি স্পোর্টস পারটেক্স-রূপগঞ্জ টাইগার্স সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল শাইনপুকুর-অগ্রণী ব্যাংক সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল ফিফা বিশ্বকাপ বাছাই লাইবেরিয়া-তিউনিসিয়া রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইট মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র-মাদাগাস্কার রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইট ইসোয়াতিনি-ক্যামেরুন রাত ১০টা, ফিফা+ ওয়েবসাইট মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ভলফসবুর্গ-বার্সেলোনা রাত ১১-৪৫ মি., ডিএজেডএন ইউটিউব চ্যানেল ম্যানচেস্টার সিটি-চেলসি রাত ২টা, ডিএজেডএন ইউটিউব চ্যানেল news24bd.tv/SC...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর