সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে আলফা খাতুন (৩) ও হোসেন আলী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলফা খাতুন এরান্দহ গ্রামের আলহাজ হোসেনের মেয়ে ও হোসেন আলী একই গ্রামের মেনহাজ আলীর ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির পাশে ওই দুই শিশু খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। news24bd.tv/NS
শোকে দুই পরিবার আজ দিশেহারা
নিজস্ব প্রতিবেদক

বাসায় খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) দুপুরে পুঠিয়ার উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ৭ বছরের শিশু সাইফা ও ৮ বছর বয়সী হামিদা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। কবির হোসেন জানান, দুই শিশু সাইফা ও হামিদা দুপুরে বাসায় খেলা করছিলেন। সে সময় খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারে হঠাৎ করে তারা হাত দেয়। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাসার কেউ বিষয়টি বোঝার আগেই ঘটনাস্থলে তারা দুজনেই মারা যায়। মারা যাওয়ার পরে পরিবারের সদস্যরা দেখতে পায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।...
মাছের ঘেরে আটক অজগর সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মাছের ঘের থেকে একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন থেকে চলে আসা আজগরটি উপজেলার রাজেশ্বর গ্রামের মধু খানের মাছের ঘেরের বেড়ার নেটে জড়িয়ে ছিল। রোববার দুপুরে স্থানীয়রা আজগরটি আটকে থাকতে দেখে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেয়। তারা এসে আজগরটি উদ্ধার করে। সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটের মো. আলম হাওলাদার জানান, ঘের মালিক মধু খান মোবাইল ফোনে অজগর আটকে পড়ার খবর দেন। পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যদের নিয়ে সেটি উদ্ধার করে পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন অফিসে হস্তান্তর করা হয়। ৮ ফুট লম্বা অজগরটির ওজন ১০ কেজি। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুক আহমেদ জানান, সুন্দরবন থেকে লোকালয়ে চলে যাওয়া আজগরটি...
শরীয়তপুরে ২৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
অনলাইন ডেস্ক

শরীয়তপুরে অভিযান চালিয়ে প্রায় ২৩ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।রোববার (২০ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল (শনিবার) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক শরীয়তপুর, নড়িয়া উপজেলার বাংলাবাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার দুটি দোকানের গোডাউন তল্লাশি করে আনুমানিক ৬৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৪২০টি চায়না চাই জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা। জব্দকৃত কারেন্ট জাল ও চায়না চাই জাল নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট...