পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৯ মার্চ) রাতে প্রেস সচিব তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্টে এ কথা লেখেন তিনি। পোস্টে শফিকুল আলম লেখেন, অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য। প্রেস সচিব আরও লেখেন, প্রকৃত তথ্য হলো, গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও...
২৪০ গার্মেন্টস গ্রুপ বন্ধের বিষয়ে অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে!
অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২৭ মার্চ (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার (১৯ মার্চ) এ খবর জানিয়েছে। ঈদ উপলক্ষে পাঁচ দিন ছুটির সঙ্গে ২৭ মার্চ ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত টানা ৭ দিন ছুটি কাটাতে পারবেন। আরও পড়ুন সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা ১৯ মার্চ, ২০২৫ এছাড়া এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। সেই হিসাবে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা হলে টানা ৮ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এ বছর ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র দুই দিন (২৭...
ভিসা জটিলতা নিরসনে ব্যবস্থা নিতে ইতালির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা নিতে এবং বিদ্যমান ভিসা জটিলতা দ্রুত সমাধানে ইতালির দূতাবাসকে অনুরোধ করেছে ঢাকা। আজ বুধবার (১৯ মার্চ) এ বিষয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় এ আহ্বান জানানো হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আলোচনাকালে পররাষ্ট্র সচিব ভিসা আবেদনের বিশেষ করে অভিবাসী কর্মীদের আটকে থাকা ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি আরও বলেন, ভিসা প্রদানে এই ধরনের বিলম্বের ফলে ওয়ার্ক পারমিট (নুলা ওস্তাস) মেয়াদোত্তীর্ণ বা বাতিল হতে পারে। এতে ভিসা প্রার্থী ও তাদের পরিবারের উপর বিশাল আর্থিক, সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। রাষ্ট্রদূত আলেসান্দ্রো এই বিষয়টি সক্রিয়ভাবে...
পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেসি কার্যক্রম শক্তিশালী করা হবে: উপদেষ্টা রিজওয়ানা
অনলাইন ডেস্ক

পরিবেশ বন, ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সংরক্ষণে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেসি কার্যক্রম শক্তিশালী করা হবে এবং মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদালতে শক্তিশালী উপস্থাপনা নিশ্চিত করা হবে। বুধবার (১৯ মার্চ) পরিবেশ অধিদপ্তরের চলমান মামলার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। সচিবালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের মামলা পরিচালনা আরো কার্যকর করতে আইনি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হবে। দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে অপরাধীরা দায়মুক্তি না পায় এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন তিনি। সভায় পরিবেশ অধিদপ্তরের মামলা সংক্রান্ত আইনি চ্যালেঞ্জ ও করণীয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর