তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি বিদেশের বাংলাদেশি দূতাবাসগুলোর প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দেন। রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। মাঠ পর্যায়ের প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জেলা তথ্য অফিসগুলোকে প্রত্যন্ত অঞ্চলে জনগুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। এ সময় তথ্য উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের জন্য আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন। বিদেশের বাংলাদেশি দূতাবাসগুলোর প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়ে...
বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়: তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক

রাতে ১০ জেলায় আঘাত হানতে পারে ৬০ কিমি বেগে ঝড়
অনলাইন ডেস্ক

আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আজ রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা এবং আশেপাশের ১০টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই পূর্বাভাস অনুযায়ী, ঢাকার পাশাপাশি রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাংগাইল এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। সুতরাং, এসব অঞ্চলের বাসিন্দাদের ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। news24bd.tv/তৌহিদ
সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গীকার: কাদের গনি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গীকার। তিনি বলেন, গত ১৬ বছর গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারেনি। এখন ফ্যাসিবাদের পতন হয়েছে, সত্য লিখতে আর বাধা নেই। এখন দরকার আমাদের মনমানসিকতার পরিবর্তন। রোববার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বলেন। সাংবাদিক কামাল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালি, এসএম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, মমতাজ উদ্দিন বাহারি, আবু সিদ্দিক ওসমানি, শামসুল হক শারক ও এম আর মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম জাফর। কাদের গনি চৌধুরী বলেন,...
৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি চিঠি যাবে বাংলাদেশ থেকে। রোববার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, একটি চিঠি যাবে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আরেকটি চিঠি যাবে অর্থ উপদেষ্টার কাছ থেকে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর-এর কাছে। সরকারের এখনকার যে সিদ্ধান্ত সেগুলোই জানানো হবে চিঠিতে। তিনি বলেন, কীভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও বাড়ানো যায়, চিঠিতে সে বিষয় উল্লেখ থাকবে।যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয় সময় বাড়ানোর কথা থাকবে চিঠিতে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, সয়াবিন বীজ, লোহা, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর