এক সপ্তাহের যৌথ অভিযানে ২৮৯ জন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এরই অংশ হিসেবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি, ডাকাত দলের সদস্য, ছিনতাইকারী, অপহরণকারী, দালাল চক্রের সদস্য, ভেজাল খাদ্য প্রস্তুতকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীসহ মোট ২৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপরাধীদের কাছ হতে ৬টি...
যৌথ অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ২৮৯
অনলাইন ডেস্ক

রাঙামাটিতে সুবিধাবঞ্চিতরা পেয়েছেন সেনাবাহিনীর ঈদ উপহার
রাঙ্গামাটি প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছেন রাঙামাটি সদর সেনা জোনের ৬০ ইবি। রাঙামাটি সদর জোন, মরহুম রফিক উদ্দিন ও মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে প্রায় ২০০শর বেশি দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাঙ্গামাটি মানিকছড়ি ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেন সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী। ইফতার ও ঈদসামগ্রীর মধ্যে ছিল- ছোলা এক কেজি, বারমিচলি সেমাই এক কেজি, লাচ্ছা সেমাই এক কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস এক প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম ও চিনি এক কেজি। এ সময় জুনাঈদ উদ্দীন বলেন, দুর্গম পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতা সেবা ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা...
মহেশপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে টয়লেটের স্লাব ভাঙা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার পুড়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুদিন আগে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাটপাড়া গ্রামের আনিচুর রহমানের টয়লেটের স্লাব ভেঙে যায়। এরপর বিশ্বনাথপুর গ্রামের নসিমন চালক রাজুকে মারধর করা হয়। পরে রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরকেও মারধর করেন আনিচুর ও তার সহযোগীরা। পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় পুড়াপাড়া বাজারে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশে বসার আগেই সেখানে অতর্কিত হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। মান্দারবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, আকস্মিক হামলায় নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। হামলায় আনিচুরসহ উভয়...
স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের রাজারহাটে নবম শ্রেণির এক ছাত্রীকে ১৮ দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেয়ের বাড়ি রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মধ্য সুলতান বাহাদুর গ্রামে হলেও ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার চরগুকুন্ডা গ্রামে অভিযুক্ত ড্রাইভারের বাড়িতে। বাড়িতে আটকে রাখার ১৮ দিন পর বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত ড্রাইভার ফজলুর বাড়ি থেকে বের হয়ে রাজারহাট উপজেলার গতিয়াসামে মামার বাড়িতে আসার সময় ফজলুর লোকজন পথরোধ করে আবারও নিয়ে যেতে চায়। এ সময় সে কৌশলে পালিয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের আব্দুল বাছেদ মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ভুক্তভোগী ১৭ বছরের কিশোরী জানায়, গত ১ মার্চ বাড়িতে কেউ না থাকার সুবাদে ড্রাইভার ফজলুল হক ও তার স্ত্রী বাড়িতে এসে ভয়ভীতি দেখান। পরে এক পর্যায়ে অস্ত্রের মুখে জোর করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর