জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে হিমালয়ের বরফ গলার ভয়াবহ প্রবণতা নিয়ে সতর্ক করা হয়েছে। ইউনেস্কোর প্রকাশিত জাতিসংঘের বিশ্ব পানি প্রতিবেদন-২০২৫ অনুযায়ী, ২০০০-২০২৩ সালের মধ্যে হিমালয় অঞ্চলে হিমবাহ ৫% থেকে ২১% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নিঃসরণ কমানো না গেলে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো ভয়াবহ পরিবেশগত সংকটে পড়বে। বর্ষায় রেকর্ড বন্যার পাশাপাশি শুষ্ক মৌসুমে গঙ্গা, ব্রহ্মপুত্র ও তিস্তার মতো নদীগুলোতে ভয়াবহ পানি সংকট দেখা দেবে, যা কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫০ বছরে সিন্ধু অববাহিকায় বন্যার প্রবাহ ৫১%, ব্রহ্মপুত্রে ৮০% এবং গঙ্গায় ১০৮% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হিমবাহ গলা পানি নির্ভরশীল নদীগুলোর প্রবাহ হ্রাস পাওয়ায় জ্বালানি, কৃষি ও পানির নিরাপত্তা সংকটে পড়বে। বিশ্বের দুই...
হিমালয়ের বরফ গলছে দ্রুত, ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো
অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবসে শিশুদের জন্য বিনা টিকিটে পার্ক খোলা রাখার নির্দেশ
অনলাইন ডেস্ক

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় সব শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে ডিএনসিসি। শুক্রবার (২১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান ইতোমধ্যে ডিএনসিসি শিশুপার্কগুলোতে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। নুরুজ্জামান বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সব শিশু পার্কে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। news24bd.tv/NS
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা
অনলাইন ডেস্ক

লিবিয়ায় অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এর ফলে বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লিবিয়া সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার, প্রধান সড়কে কড়া তদারকি এবং মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী অবৈধ অভিবাসীদের আটকের কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে রমজান মাসের পর থেকে ব্যাপক ধরপাকড় এবং প্রত্যাবাসন কার্যক্রম জোরদার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১২ মার্চ) বাংলাদেশ দূতাবাস এক ফেসবুক পোস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাস প্রবাসীদের চলাফেরা সীমিত রাখা, সবসময় পাসপোর্ট ও নিয়োগকর্তার আইডি সঙ্গে রাখা এবং অহেতুক জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া লিবিয়ার আইন ও...
সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়ন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই নীতিমালার আওতায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই কর্মীদের ছাঁটাই করতে পারবে না। শুক্রবার (২১ মার্চ) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মীদের বেতন-ভাতা পরিশোধে স্বচ্ছতা আনতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এছাড়া, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করানোর ক্ষেত্রেও উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা হবে। এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে উঠে আসে, কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান সুপারিশের ভিত্তিতে এবং ঘুষের বিনিময়ে (৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত) নিয়োগ দিয়ে আসছিল। এছাড়া, কর্মীদের যথাযথ বেতন প্রদান ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক দেওয়া হয়নি। সূত্র...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর