বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের নেতাকর্মীদের অরক্ষিত রেখে বিপদের মুখে ফেলে নিজের পরিবারের আত্মীয় স্বজন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। দেশে আর পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেনঅ্যাটর্নি জেনারেলমো. আসাদুজ্জামান। আজ শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৬ বছরে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী হালুয়া রুটির ভাগ পায়নি। কিন্তু শেখ পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। ৫ আগস্টের আগে তারা বুঝতে পেরেছিলো বাংলাদেশে তারা আর নিরাপদে থাকতে পারবে না। এরপরই তারা দেশ থেকে নিরাপদে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টদের আর আস্তানা করতে দেব না, এটা আমাদের...
দেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ প্রতিনিধি

দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন: উপদেষ্টা মাহফুজ
অনলাইন ডেস্ক

রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (২১ মার্চ) জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে রাজধানীতে নোফেল সোসাইটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, নির্বাচনের আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। ’৭২ ও ’৭৫-এ দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয় এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে অন্তঃকোন্দলে ব্যস্ত না থেকে সবাইকে এক থাকার আহ্বানও জানান তথ্য উপদেষ্টা। news24bd.tv/DHL
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (২১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন। আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা...
হিমালয়ের বরফ গলছে দ্রুত, ঝুঁকিতে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো
অনলাইন ডেস্ক

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে হিমালয়ের বরফ গলার ভয়াবহ প্রবণতা নিয়ে সতর্ক করা হয়েছে। ইউনেস্কোর প্রকাশিত জাতিসংঘের বিশ্ব পানি প্রতিবেদন-২০২৫ অনুযায়ী, ২০০০-২০২৩ সালের মধ্যে হিমালয় অঞ্চলে হিমবাহ ৫% থেকে ২১% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নিঃসরণ কমানো না গেলে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো ভয়াবহ পরিবেশগত সংকটে পড়বে। বর্ষায় রেকর্ড বন্যার পাশাপাশি শুষ্ক মৌসুমে গঙ্গা, ব্রহ্মপুত্র ও তিস্তার মতো নদীগুলোতে ভয়াবহ পানি সংকট দেখা দেবে, যা কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫০ বছরে সিন্ধু অববাহিকায় বন্যার প্রবাহ ৫১%, ব্রহ্মপুত্রে ৮০% এবং গঙ্গায় ১০৮% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হিমবাহ গলা পানি নির্ভরশীল নদীগুলোর প্রবাহ হ্রাস পাওয়ায় জ্বালানি, কৃষি ও পানির নিরাপত্তা সংকটে পড়বে। বিশ্বের দুই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত