আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছেন জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আমাদের পঙ্গুত্বের স্বাভাবিক জীবন ফিরিয়ে না দিয়ে, শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারা আরও বলেন, সতর্ক হয়ে যান, নইলে আর একটি জুলাই দেখতে হবে। নিজেদের সংশোধন করুন, নাহলে আপনারা আওয়ামী লীগের মতোই অবস্থায় পড়বেন। তারা আরও জানান, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন...
৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ঢাকা অবরোধের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক

বিমসটেক ইয়াং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. ইউনূস
অনলাইন ডেস্ক

তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এমন ফোরাম বিমসটেক ইয়াং জেন ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ৩ এপ্রিল আইকনসিয়ামে অনুষ্ঠিতব্য বিমসটেক ইয়াং জেন ফোরামে (তরুণ প্রজন্ম সম্মেলনে) তরুণ ব্যবসায়ী নেতাদের ধারণা বিনিময় এবং ব্যবসায়িক ক্ষেত্রে তাদের দক্ষতা অন্বেষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ২ থেকে ৪ এপ্রিলের মধ্যে থাইল্যান্ডের ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন এবং এ সম্পর্কিত বৈঠকের অংশ এই সম্মেলন। অনুষ্ঠানের আয়োজকরা জানান, ড. ইউনূস বিমসটেক সদস্য দেশগুলোতে তরুণদের জন্য তাদের সহযোগিতা ও মেধা বিকাশের জন্য কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মূল ব্যক্তি। ড. ইউনূস তার অসামান্য অর্জনের জন্য অর্থনীতিবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দরিদ্রদের ক্ষমতায়নে তিনি...
বাংলাদেশে ৪১ শতাংশ মানুষ নিরাপদ পানির অভাবে
নিজস্ব প্রতিবেদক

দেশের ৪১ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। রাজনৈতিক সদিচ্ছার অভাব, অপর্যাপ্ত বাজেট, ব্যবস্থাপনার ত্রুটি ও অসচেতনতায় নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। অথচ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৬ অনুসারে ২০৩০ সালের মধ্যে শতভাগ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে এমনটি এখনও হচ্ছে না। অথচ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৬ অনুসারে ২০৩০ সালের মধ্যে শতভাগ মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছাতে হবে। অথচ দেশে নিরাপদ পানি পৌঁছানো গেছে ৫৯ শতাংশ মানুষের কাছে। দুর্গম এলাকা, গ্রামাঞ্চল ও শহরের বস্তি এলাকায় নিরাপদ পানি সহজে পাওয়া যায় না। পানিতে জীবাণু, আর্সেনিক ও লবণাক্ততা রয়েছে। পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার নিমিত্তে সারা বিশ্বে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ২২ মার্চ বিশ্ব...
আজ বিশ্ব পানি দিবস
অনলাইন ডেস্ক

পানি সচেতনতা ও গুরুত্ব তুলে ধরতে আজ (২২ মার্চ) বাংলাদেশসহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। এ বছরের প্রতিপাদ্য হিমবাহ সংরক্ষণ, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সাল থেকে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বের প্রতি চারজনের একজন নিরাপদ পানির অভাবে ভুগছেন, আর বাংলাদেশে এখনো ৪১% মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে নিরাপদ পানির সক্ষমতা চার গুণ বাড়াতে হবে। এদিকে, দিবসটি উপলক্ষে সবার জন্য নিরাপদ পানির...