অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন অবস্থায় নওগাঁয় ছয়জনকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধারের পর পুলিশ তাদের ভর্তি করেন। তবে এখনো জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। নওগাঁ সদর মডেল থানার এসআই হারুন রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয়জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনের মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান, তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।...
গ্যাস পাম্পের পাশ থেকে উদ্ধার ৬ জন, কী ঘটেছিলো তাদের সঙ্গে?
নওগাঁ প্রতিনিধি

নবজাতককে কেন ভুট্টাক্ষেতে রেখে গেলেন মা, জানালেন কারণ
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া নবজাতকের মায়ের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। এলাকায় তন্ন তন্ন করে খুঁজে অবশেষে সোমবার (২৪ মার্চ) রাতে ওই নবজাতকের মায়ের সন্ধান পায় তারা। নবজাতককে কেন ভুট্টাক্ষেতে রেখে গেলেন মা, জানতে চেয়ে নবজাতকের নানাবাড়ি ভাঙচুর করতে গেলেউত্তেজিত জনতা। জানা যায়, ভুট্টাক্ষেতের পাশে নানা বাড়িতে ভূমিষ্ঠ হয় ওই নবজাতক। তার মায়ের নাম শিল্পী বেগম। সোমবার রাতে নবজাতকের মায়ের সন্ধান পাওয়ার পর এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা এক পর্যায়ে নবজাতকের নানাবাড়ি ভাঙচুর করতে গেলে গণ্যমান্য ব্যক্তিরা তাদের প্রতিরোধ করেন। স্থানীয়রা জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের সিরাজ উদ্দীনের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে ১০ বছর আগে শহরের গোয়ালপাড়া গ্রামের আবু...
৫ টাকায় পাওয়া যাচ্ছে সেমাই, চিনি, সয়াবিন তেল ও পোলাওয়ের চাল
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে খুশির হাটে মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে সেমাই, চিনি, সয়াবিন তেল ও পোলাওয়ের চাল। নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজশাহীতে এমন আয়োজন করেছে একটি অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তা ফোরাম। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ১০টা থেকে রাজশাহীর আলুপট্টি মোড়ে এই হাটের প্রায় ৪০০ জন মানুষের মধ্যে ৫ টাকায় বিভিন্ন পণ্য বিক্রি করা। এমন আয়োজনে খুশি নিম্ন আয়ের মানুষ। লম্বা লাইনে পণ্য কিনছেন তারা। আয়োজকেরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতেই খুশির হাটের আয়োজন। নগরীর নিম্ন আয়ের মানুষের যেন ঈদ পণ্য কেনার দুশ্চিন্তা না থাকে সে জন্য ৫ টাকাতেই পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে ঈদের বাজার হিসেবে মাংস, সেমাই, চিনি, তেল ও চাল পৌঁছে দেয়া হবে।...
বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তের হামলা, বোমা বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সির বাড়িতে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ মার্চ) ভোর রাতে উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজুর রহমান হরমুজ মুন্সি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি ঘড়িষার ইউনিয়ন বিএনপির সভাপতি। বুধবার ভোর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির ও আশেপাশে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এছাড়া ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাত বোমা পড়ে থাকা অবস্থায় দেখা যায়। প্রতিবেশী সারফিন খান বলেন, কিছুদিন আগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর