রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউজের সামনে লাঠিপেটার শিকার সেই কিশোরীর খোঁজ পেয়েছে পুলিশ। তার নাম লামিয়া আক্তার (১৪)। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরীর খোঁজ পাওয়া গেছে। তার নাম লামিয়া। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। আরও পড়ুন চুলও বাঁকা করতে পারবা না বলা সেই চাঁদা আদায়কারী আটক ১৬ এপ্রিল, ২০২৫ প্রসঙ্গত, ওই কিশোরীকে লাঠিপেটা করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউজের দুজনকে গ্রেপ্তার করা হয়। কিশোরীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির দুইজন কর্মচারীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান এই আদেশ দেন।রিমান্ডপ্রাপ্তরা হলেন, প্রতিষ্ঠানটির...
অবশেষে কফি হাউজে পিটুনি খাওয়া কিশোরীকে খুঁজে পেল পুলিশ
অনলাইন ডেস্ক

‘চুলও বাঁকা করতে পারবা না’ বলা সেই চাঁদা আদায়কারী আটক
অনলাইন ডেস্ক

ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়া সেই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। যুবকের নাম মো. আশরাফুল (২৩)। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য নিশ্চিত করেন। ডিসি বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। যুবকের চাঁদা আদায়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পরেই তাকে ধরতে অভিযান চালানো হয় বলে জানান ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রসিদ দিয়ে চাঁদা আদায় করছেন। এ সময় প্রাইভেটকার...
মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান
অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়। অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেছেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের...
সিটি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে কেন সংঘর্ষ?
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই নামকরা শিক্ষা প্রতিষ্ঠানঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। অভিযোগ, বাস থেকে নামিয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে রূপ নেয় সংঘর্ষে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যদিও কেউ গুরুতর নয় বলে জানা গেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের দুই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। এ নিয়ে তারা স্লোগান দিয়ে দফায় দফায় বিক্ষোভ করে। অপরদিকে, সিটি কলেজের এক শিক্ষার্থী পাল্টা অভিযোগ তুলে পরিস্থিতির দ্রুত সমাধানের দাবি জানান। সংঘর্ষের পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে। নিউমার্কেট থানার এক পুলিশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর