নারায়ণগঞ্জে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাখার দাবিতে মার্চ ফর ড. ইউনূস শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। গতকাল সোমবার (১৪ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান। বক্তব্য রাখেন শিক্ষার্থী সিয়াম হোসেন, আল আমিন, সাব্বির ইসলাম ও রাসেল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ড. ইউনূস দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। বর্তমান প্রেক্ষাপটে তার মতো নিরপেক্ষ নেতৃত্ব দেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়ক হতে পারে। আগামী দুই-তিন বছর যদি এই পরিস্থিতি স্থিতিশীল থাকে, তাহলে একটি ভালো নির্বাচন সম্ভব। জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি সম্মান জানিয়ে বক্তারা বলেন, দুই হাজারের বেশি শহীদের বিচার এবং আহতদের চিকিৎসার...
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
অনলাইন ডেস্ক

ঘুরছিল নাগরদোলা, এ সময় ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা
অনলাইন ডেস্ক

বৈশাখী মেলায় ঘুরতে নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকী বেগমকে (১৯) গলা কেটে হত্যা করেছে স্বামী সাকিব হোসেন (২৫)। সোমবার (১৪ এপ্রিল) রাত আটটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের মাজারের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাকিব হোসেনকে আটক করেছে। পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় তুলে গলা কেটে হত্যা করেছে বলে জানায় পুলিশ। নিহত লাকি বেগম বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালাপুল এলাকার বেদেপল্লির মনছুর আলীর মেয়ে। আটক সাকিব হোসেন নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া বেদেপল্লির মঙ্গল মিয়ার ছেলে। নিহতের মা শেফালী বেগম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে জেলার সদর উপজেলার মান্নান নগরের বেদেপাড়ার মঙ্গলের ছেলে সাকিবের সঙ্গে লাকীর বিয়ে হয়। লাকী বর্তমানে পাঁচ মাসের...
কালবৈশাখীর তাণ্ডবে বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল
অনলাইন ডেস্ক

প্রবল কালবৈশাখী ঝড় ও ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। সোমবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত ১১টার পর থেকেই নদীতে দমকা হাওয়া বইতে শুরু করে। পরে ঝড়ো হাওয়ার তীব্রতা বাড়তে থাকলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। news24bd.tv/DHL
পানিতে ডুবে প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক

পুকুরের পানিতে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম হুসাইন মোহাম্মদ আশিক। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে মারা যান তিনি। জানা যায়, কয়েকজন বন্ধু মিলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহত হলে আশিককে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। হুসাইন মোহাম্মদ আশিকের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের নুর আলম সরদার ও বিলকিস আক্তার বেগমের ছেলে। হুসাইন মোহাম্মদ আশিকের বন্ধু সাকিব বলেন, সময়মতো চিকিৎসা পেলে আমার বন্ধুর এবাবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর