পবিত্র রমজান মাস শেষ হওয়ার পথে। এবং চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব আগামী ঈদুল ফিতর উদযাপন করতে প্রস্তুত। আজ, শনিবার সৌদি আরবের বাসিন্দারা পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন। সৌদি আরবে আজ ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, যদি আজ সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তবে সৌদি মুসলমানরা একদিন আরও রোজা রাখতে পারবেন। সৌদি আরবের সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি আজ (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অনুরোধ জানিয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখতে পান, তবে তারা তা নিকটস্থ আদালত বা রেজিস্টারে অবহিত করবেন। এছাড়া, সৌদি আরবে ১ মার্চ থেকে রোজা শুরু হয়েছিল, এবং আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে, চলতি বছরের রমজান...
সৌদি আরবে ঈদ কবে?
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় ঈদের তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে দেশটির জাতীয় ইমাম কাউন্সিল। শনিবার (২৯ মার্চ) তারা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ২৯তম রজমানে সিডনি ও পার্থে ঈদের চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে ৩১ মার্চ, সোমবার। বিবৃতিতে বলা হয়েছে, সিডনি ও পার্থের আকাশে ২৯ মার্চ সূর্যাস্তের পর নতুন শাওয়ালের চাঁদ জন্ম নেবে। সিডনিতে রাত ৯টা ৫৭ মিনিটে এবং পার্থে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে চাঁদের জন্ম হবে। এই কারণে, উল্লিখিত দুই শহরে পরদিন শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদ উদযাপন সম্ভব হবে না। অর্থাৎ, রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৩০ মার্চ ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের শেষ দিন হবে। ঈদুল ফিতর ৩১ মার্চ, সোমবার উদযাপিত হবে। news24bd.tv/তৌহিদ
মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো
অনলাইন ডেস্ক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে এক হাজার দুই জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে দুই হাজার ৩৭৬ জন। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার (২৯ মার্চ) মিয়ানমারের জান্তা সরকার এই তথ্য জানিয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করে বলেছে, মিয়ানমারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে। ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিয়ে ইউএসজিএস লাল সতর্কতা জারি করেছে। উল্লেখ্য, স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে।...
ভালোবেসে দুই তরুণীকে একসঙ্গে বিয়ে, এলাকায় উত্তেজনা
অনলাইন ডেস্ক

দুই তরুণীকে ভালোবাসতেন এক যুবক। দুই তরুণী একমত হয়ে যুবককে বিয়ে করেছেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা রাজ্যের কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা সূর্যদেব ভালোবাসতেন লাল দেবী ও জালকারি দেবী নামে দুই তরুণীকে। বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে নেননি। লাল দেবী ও জালকারি দেবী সূর্যদেবকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব। বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাঁধা পড়ছেন সূর্যদেব। পেছনে বাজছে বিয়ের বাদ্য। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি। হিন্দুধর্মে বহুবিবাহ নিষিদ্ধ হলেও ভারতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর