স্পেশাল হেলথ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের (এসএইচএফবি) উদ্যোগে দ্বি-বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ মার্চ) ঢাকার স্থানীয় এক হোটেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক ডা. সালাহউদ্দীন আল আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মজিবুর রহমান হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ এবং ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিব) ডা. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিবি হাসপাতালের কর্নেল ডাঃ আনিছুর রহমান, শমরিতা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের অধ্যাপক ডা. আনোয়ার ইউসুফ, পেশাজীবি সংগঠন বিএফডিএস এর সাধারণ সম্পাদক ডা. আসাফুজ্জোহা রাজ, আপডেট ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেদ জাহান বাবু, শহীদ মুনছুর আলী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কামরুল হুদা, ন্যাশনাল ডক্টরস ফোরম (এনডিএফ) এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. ফুয়াদ আল হাসানাত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. সজীব তরফদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই ২০২৪ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে সাধারণ সভায় অর্ধ শতাধিক কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৭ সনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।