এক মাস সিয়াম সাধনের পর আজ রোববার (৩০ মার্চ) চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে উদযাপিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করবেন। এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে অংশ নেবেন- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন। ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান। প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয়...
ঢাকায় কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে
অনলাইন ডেস্ক

পর্নোগ্রাফি-দস্যুতাসহ বিভিন্ন অপরাধে মোহাম্মদপুরে গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুর থানা পুলিশ শনিবার (২৯ মার্চ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। যার মধ্যে প্রতারণা, পর্নোগ্রাফি, জুয়া আইন, দস্যুতা ও পরোয়ানা রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলো- নাঈম (৩১), ইয়াসিন খান (২৭), জুয়েল রানা (৩০), আনিস শেখ (৩৪), মাসুদ আলম (৩০), আলহাজ আলম বাদশা (২৫) ও কাল্লু। মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ৭ জনকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। news24bd.tv/FA
মধ্যরাত পর্যন্ত ঈদ কেনাকাটা, বাসা ফাঁকা করে দিয়ে গেলো চোর
অনলাইন ডেস্ক

লালবাগে দুই ব্যবসায়ী পরিবার ঈদের কেনাকাটা শেষে ফিরে এসে দেখেন বাসায় চুরি হয়েছে। তালাবদ্ধ ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চলে গেছে দুর্বৃত্তরা। সিসিটিভি ক্যামেরায় চার চোরের ছবি ধরা পড়লেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবার দুটি পুলিশের অনীহা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। স্বপন ইসলাম নামের এক ব্যবসায়ী গণামাধ্যমকে জানান, চোর আমার ব্যবসার পুঁজির ছয় লাখ টাকা নিয়ে গেছে। আমরা পুলিশে অভিযোগ দিয়েছি, কিন্তু তারা চোর ধরার ব্যাপারে কিছুই করেনি। একই অভিযোগ অপর ব্যবসায়ী রিয়াদ উদ্দিনের। তাঁর স্ত্রীর সাড়ে তিন ভরি স্বর্ণ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। মামলা করার পরও পুলিশ চোরদের ধরতে তেমন কিছু করছে না- বলেন তিনি। জানা গেছে, গত ১৫ মার্চ সন্ধ্যা ৭টার দিকে রিয়াদ উদ্দিন ও তার স্ত্রী আইরিন আক্তার ঈদের কেনাকাটা করতে বের...
রাজধানীতে বিভিন্ন স্থানে মুসল্লিদের ঈদের জামাত
অনলাইন ডেস্ক

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসলিম উম্মাহ বাংলাদেশের উদ্যোগে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে শিশু, নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। মুসল্লিদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে রোজা রাখা হারাম, তাই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করছেন। একই দিনে ঈদ উদযাপনের আহ্বান জানান নামাজে অংশগ্রহণকারীরা। এছাড়া মৌলভীবাজার, চাঁদপুরের প্রায় ৫০টি গ্রাম এবং মাদারীপুরের ২৫টি গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩০ মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে ১.০৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর