পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বহু বছর পর জাতি মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করছে। আজ রোববার (৩০ মার্চ) সন্ধায় নিজের ভেরিৃফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, আমি এবং আমার স্ত্রী আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ সবসময় সমর্থন জানানোর জন্য। ঈদ প্রিয়জনের সাথে যারা উদযাপন করতে পারছেন তারা ধন্য, এবং যারা পারছেন না, দয়া করে মনে রাখবেন আমরা সবসময় আপনাদের সাথে আছি। তিনি আরও লেখেন, জাতির সেবা করতে পারা আমার জন্য সবচেয়ে সম্মানের বিষয়। তিনি আশা প্রকাশ করে লেখেন, আপনারা সবাই একটি আনন্দময় ঈদ উদযাপন করতে পারবেন। পোস্টের শেষে সবাইকে ঈদ মোবারক জানান মির্জা ফখরুল।...
বহু বছর পর জাতি মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করছে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক

মেয়র হিসেবে শপথ নেবেন কিনা ইশরাক, যা জানালেন বিএনপি মহাসচিব
নিজস্ব প্রতিবেদক

গত বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে রায় দিয়েছে আদালত। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো নানা আলোচনা হচ্ছে। আবার মেয়র হিসেবে তার শপথগ্রহণের বিষয়েও আছে ধোঁয়াশা। আজ রোববার (৩০ মার্চ) এ বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি ইশরাকের পক্ষে আদালতের রায়কে উল্লেখ করেছেন, সত্যের জয় হিসেবে। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি সত্যের জয় হয়েছে। নির্বাচন যে ঠিক ছিল না আওয়ামী লীগের আমলে, সেটা প্রমাণ হয়েছে এবং ন্যায়ের জয় হয়েছে। পরে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়ে তিনি আরও বলেন, শপথ নেবেন কি-না, সেটা ইশরাক ঠিক করবে, পার্টি ডিসাইড করবে। এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি।...
লন্ডনের কিংসমিডো মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
লন্ডনের কিংসমিডো ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল ৯টার সময় কিংসটন এলাকার কিংসমিডো স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নেন তিনি। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ খোলা মাঠের ঈদের নামাজে অংশ নিতে সকাল ৯টার কিছু সময় পরে মাঠে আসেন তারেক রহমান। তার পাশে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ড. এজেডএম জাহিদ হোসেন ও যুক্তরাজ্য বিএনপি নেতা কামাল উদ্দিন। এসময় বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। আগের দিন থেকেই জানা গিয়েছিল আবহাওয়া ভালো থাকলে তারেক রহমান এই খোলা মাঠে ঈদের নামাজে অংশ নেবেন। যদি আবহাওয়া খারাপ থাকতো তাহলে তিনি কিংস্টন মসজিদে ঈদের নামাজ আদায় করতেন। ঈদের নামাজের পর তারেক রহমান কুশল ও কোলাকুলি করেন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আসা কমিউনিটি ব্যক্তিবর্গ ও বিএনপি...
দীর্ঘ ৮ বছর পর পরিবারের সঙ্গে বেগম জিয়ার ঈদ উদযাপন
অনলাইন ডেস্ক

পরিবারের সঙ্গে আট বছর পর ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে রোববার ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে ঈদ করছেন তিনি। এ কারণে এবারের ঈদ তার জীবনে বিশেষ কিছু। আজ রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। মির্জা ফখরুল বলেন, আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন ভালো আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিং ফর আস। খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরছেন-এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, নিশ্চিত না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর