আজ সোমবার (৩১ মার্চ) ভারতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশটির অন্যান্য জায়গার মতো রাজস্থানেও কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে ঈদগাহে নামাজ আদায় করা হয়। আর সেখানেই এবার এক অনন্য দৃশ্য দেখা গেল। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তা সংস্থা এএনআই। এতে দেখা যায়, গেরুয়া পোশাক পরিহিত হিন্দুরা নামাজ পড়তে থাকা ব্যক্তিদের ওপর ফুল ছিটাচ্ছেন। সম্প্রতি রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক তীব্র হয়েছিল ভারতজুড়ে। তার মধ্যেই জয়পুরের সম্প্রীতির দৃশ্য সামনে এলো। এদিন সকালে জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নামাজ আদায় করেন। সেসময় কিছু গেরুয়া পোশাক পরা লোকজনকে নামাজ আদায়রতদের ওপর ফুল ছিটাতে দেখা যায়। হিন্দু মুসলিম ঐক্য কমিটি এর আয়োজন করে। যদিও ভারতে ধর্মীয় সম্প্রীতির দৃশ্য সব জায়গায় এক নয়। ঈদুল...
সম্প্রীতির অনন্য নজির, ভারতে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা
অনলাইন ডেস্ক

অন্ধ্র প্রদেশে ঈদের পরদিন ঐচ্ছিক ছুটি ঘোষণা
অনলাইন ডেস্ক

অন্ধ্র প্রদেশ সরকার ১ এপ্রিল (মঙ্গলবার) ঈদ-উল-ফিতরের পরবর্তী দিন হিসেবে ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে। সোমবার প্রধান সচিব কে বিজয়ানন্দ সরকারী আদেশ নম্বর ৬৩৭ মাধ্যমে এই ঘোষণা করেন। রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী, ঈদ-উল-ফিতরের পরদিন ১ এপ্রিল ঐচ্ছিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি রমজান মাসের সমাপ্তি ও ঈদ-উল-ফিতরের উদযাপনকে কেন্দ্র করে রাজ্য সরকারের এই পদক্ষেপ। ঈদ-উল-ফিতরের আনন্দ উদযাপন দেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ ও ঐক্যবদ্ধতার সাথে শুরু হয়েছে। পরিবারের সদস্যরা এবং সম্প্রদায় একত্রিত হয়ে রমজান মাসের পরিসমাপ্তি উদযাপন করছেন। এএনআই জানিয়েছে, বিভিন্ন শহর যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, এবং কলকাতা, সেজে ওঠা রাস্তা এবং বাড়ির সাজসজ্জা, নতুন পোশাক, হাসিমুখে আনন্দে উদযাপন করা হচ্ছে। এছাড়াও বিরিয়ানি, কাবাব, সেমাই, ক্ষীর,...
ট্রাম্পের অনবরত বোমা হামলার হুমকি, ইরান বললো ‘ক্ষেপণাস্ত্র প্রস্তুত’
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে বোমা হামলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সামরিক বাহিনী বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে, যা বিশ্বের যেকোনো যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত অবস্থানে আঘাত হানতে সক্ষম। আজ সোমবার (৩১ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, যা প্রয়োজন হলে বিশ্বব্যাপী মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। আরও পড়ুন চুক্তি না করলে এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি ৩১ মার্চ, ২০২৫ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উৎক্ষেপণ-প্রস্তুত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে সংরক্ষিত, যা মার্কিন...
‘চুক্তি না করলে এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি’
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না আসে, তবে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত সপ্তাহে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রোববার (৩১ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, যদি তারা কোনো চুক্তি না করে, তাহলে বোমাবর্ষণ করা হবে। এবার এমন বোমাবর্ষণ হবে, যা তারা আগে কখনো দেখেনি। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা চুক্তিতে না আসে, তাহলে আমি চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর