ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের দিনেও সেবা কার্যক্রম থেমে নেই। দেশের বৃহৎ এই হাসপাতালে ঈদের দিনেও দুই হাজারের অধিক রোগী ভর্তি আছে। জরুরি বিভাগে একের পর এক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা। ঈদের ছুটিতেও দুইশতের অধিক চিকিৎসক আর পাঁচ শতাধিক নার্স ঢাকা মেডিকেলে সেবা দিয়ে যাচ্ছেন। ঈদের দিন সকালে ঢামেক হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোঃ আবু জাফর সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ দেন। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা ঈদের দিনেও রোগীদের পাশে আছি। সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং বিশেষ করে আজকের এই আয়োজনে বিশেষ ভূমিকার জন্য উপপরিচালক ডাক্তার আশরাফুল আলমকে ধন্যবাদ দেন। উপপরিচালক...
ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা অব্যাহত ঢাকা মেডিকেলে
নিজস্ব প্রতিবেদক

দেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
বাংলাদেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়। দেশের অনেক কিছু পাওয়ার আছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারেরপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। যাতে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা বলেন, আজকে আমরা ঈদের মহোৎসব পালন করছি। ঈদের বাণীই হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি,...
‘মুগ্ধর জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, এটাই সার্থকতা’
অনলাইন ডেস্ক

২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের বাবা বলেছেন, "আমার ছেলে মুগ্ধ'র জীবনের বিনিময়ে ম্যাডাম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন; ম্যাডামের ক্ষুদ্র কর্মী হিসেবে এটাই আমার সার্থকতা।" ঈদের দিন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মীর মুগ্ধের পিতাকে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। এসময় আবেগ আপ্লুত মীর মুগ্ধের বাবা এই কথা বলেন। তিনি আরও জানান, মীর মুগ্ধ দেশের জন্য তার জীবন দিয়েছেন, এবং তার আত্মত্যাগে তিনি গর্বিত। এসময় রিজভী ঈদের শুভেচ্ছা ও সমবেদনা জানিয়ে মীর মুগ্ধের পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন। news24bd.tv/FA
রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি

পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজারবাগ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম। আজ সোমবার (৩১ মার্চ) সকাল ১১টায় তারা পরিদর্শনে যান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্যদের খাবারের মেস পরিদর্শন করেন এবং তাদের সেবা ও সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে ঈদ উপলক্ষে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসময়, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর