গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলার পৃথক দুটি স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলো, চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে ওমর ফারুক (২.৫) ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে নুসরাত খানম (৮)। জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে দুটি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। শিশুদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে দুই মা। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।...
দুই মায়ের কান্নায় বাতাস ভারি হলো আজ
গোপালগঞ্জ প্রতিনিধি

৫ লাখ ইয়াবাসহ আটক ২১ পাচারকারী, ১৮ জনই রোহিঙ্গা
অনলাইন ডেস্ক

কক্সবাজারের সমুদ্রপথে মাদক চোরাচালান প্রতিরোধে বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই রোহিঙ্গা নাগরিক। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫-এর সমন্বয়ে কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে দুটি সন্দেহজনক কাঠের বোটকে থামার নির্দেশ দিলে, সেগুলো দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যান। প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে গভীর সমুদ্রে বোট দুটি আটক করে তল্লাশি চালিয়ে বোটের কাঠের পাটাতনের নিচে বরফের মধ্যে লুকানো অবস্থায় ৫...
জামায়াত নেতাকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ৬
অনলাইন ডেস্ক

দিনাজপুরের কাহারোলে জামায়াতে ইসলামী নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মানিক, একই ইউনিয়নের হোসেনপুর গ্রামের আপন দুই সহদর মো. জামান ইসলাম ও মো. হেলাল উদ্দীন, সুবাশ চন্দ্র রায়, মিশু ইসলাম ও মেহেদুল ইসলাম। শুক্রবার (১১ এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। কাহারোল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের ১২ মাইল এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন জামায়াতে ইসলামীর সাবেক ইউনিয়ন আমির মো. শফিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন।...
সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট
নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা। শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। বাসের যাত্রীরা জানান, সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংক টাউনে এলাকাতেই নেমে যায়। এ ঘটনায় সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম গণমাধ্যমকে বলেন, সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে বাসটি দারুসালাম থানায় রয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর