সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৯৪ রান তুলতেই হারিয়েছে টপ-মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ৪ উইকেট। তারপরও সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ৩০০ রানের লিড দেওয়ার চিন্তার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটার মুমিনুল হক। একই প্রশ্নে সফরকারী দলের দীর্ঘদেহি পেসার ব্লেজিং মুজুরাবানি তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুইশ রানের নিচে দলের জয়ের লক্ষ্য রাখতে চান তারা। জিম্বাবুয়ের ৮২ রানের লিড শোধ করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১১২ রানের লিড নিয়েছে। যার অর্থ বাকি ৬ উইকেট ৮৮ রানের মধ্যে নিতে চান মুজুরাবানিরা। জিম্বাবুয়েকে কত লক্ষ্য দিতে চান এমন প্রশ্নে মুমিনুল হক বলেন, তিনশ হলে খুব ভালো, না হলে অন্তত ২৭০-২৮০ রান। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও এতো রান করতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আত্মবিশ্বাস আছে।...
জিম্বাবুয়েকে তিনশ’র লিড দিতে চান মুমিনুলরা
অনলাইন ডেস্ক

শান্ত-জাকেরের জুটিতে টিকে বাংলাদেশ, মিরাজের লক্ষ্য এখনও দূরে
অনলাইন ডেস্ক

সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে কিছুটা আশার আলো দেখলেও বাংলাদেশ এখনো চাপে রয়েছে। দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের কথা বলেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যার লক্ষ্য ছিল সাড়ে তিনশো রান ছুঁয়ে জিম্বাবুয়েকে অন্তত ৩০০ রান লক্ষ্য দেওয়া। তবে আবহাওয়া বিঘ্নিত দিনে দ্রুত উইকেট হারানোয় সেই লক্ষ্যের পথে এখনও অনেক দূরে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৫৭ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৮২ রানের লিড মুছে এখন এগিয়ে আছে ১১২ রানে। অপরাজিত থেকে দিন শেষ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬০ রান, ১০৩ বল) এবং জাকের আলী (২১ রান, ৬০ বল)। তাদের ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি কিছুটা স্থিতি দিলেও এখনও শঙ্কামুক্ত নয় দল। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু করেছিলেন, তবে ৪৭ রান করে ফিরে যান। আগের দিনের অপরাজিত ওপেনার...
শুরুতে উইকেট হারালেও শান্ত-মুমিনুলের ব্যাটে টাইগারদের লিড
নিজস্ব প্রতিবেদক

সিলেট টেস্টের প্রথম দিনে অতি অল্প সময়ের জন্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। যদিও দ্বিতীয় দিনের খেলা হয়েছে নির্বিঘ্নে। তবে তৃতীয় দিনে এসে সকালেই ফের বৃষ্টির হানা। যে কারণে প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টি থামায় দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। দুপুর ১টায় শুরু হওয়া খেলায় ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও এ পর্যন্ত ৩৩ রানের লিডে আছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৭৩ রানে ৬৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান জয়। তার বিদায়ের পর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করছেন মুমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ...
হামজার সঙ্গে ধস্তাধস্তি, যা জানা গেলো
অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে শেফিল্ড ইউনাইটেডের। সোমবার রাতে টার্ফ মুরে বার্নলির কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে যায় হামজা চৌধুরীর দল। যদিও ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। মাঠ ছাড়ার সময় তাকে ঘিরে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে। এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন। সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও। ক্যামেরায় দেখা যায়, এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হন নিরাপত্তাকর্মী ও ক্লাব কর্মকর্তারা। পরে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর