ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেন প্রধান উপদেষ্টার। বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়। গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২৬।...
নরেন্দ্র মোদিকে ড. ইউনূসের বার্তা

কালের কণ্ঠের সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিএমএসএফের
নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ডের ঘটনায় নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তথ্য কমিশনে স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নিঃশর্ত কারামুক্ত করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। এ দিকে আগামীকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন। তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল স্মারকলিপি গ্রহণ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হাকিম রানা,...
দেশের ৮৫ ভাগ শ্রমিক আইনি সুরক্ষার বাইরে: শ্রম সংস্কার কমিশন প্রধান
নিজস্ব প্রতিবেদক

দেশের ৮৫ ভাগ শ্রমিক আইনী সুরক্ষার বাইরে। তাদের সামাজিক নিরাপত্তা নেই বলে জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন উপদেষ্টার কাছে হস্তান্তরের সময় এসব কথা বলেন তিনি। শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, সকল শ্রমিককে ন্যূনতম আইনের সুরক্ষার মধ্যে আনতে হবে। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের বলেন, কমিশনের রিপোর্ট পর্যালোচনা করতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতে কমিশনের সুপারিশ বাস্তবায়নে আশাবাদী তিনি। তবে বাস্তবায়নে কোন টাইম ফ্রম বেঁধে দেয়া হবে না। তিনি জানান, শ্রমিকদের পক্ষ নেওয়ায় মালিকদের অনেকেই অসন্তুষ্ট। আগামীকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজার থেকে...
তিউনিসিয়া থেকে ফিরল ২১ বাংলাদেশি
অনলাইন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে দেশে ফিরেছেন ২১ বাংলাদেশি। আজ বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে ২৩ এপ্রিল দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ সময় দূতাবাসের মিনিস্টার (শ্রম) প্রত্যাবাসিত অভিবাসীদের তিউনিস-কার্তাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের বিদায় জানান। আরও পড়ুন সীমান্তের সব ভিডিও সত্য নয়, সবটা যে মিথ্যা তাও নয় ২৩ এপ্রিল, ২০২৫ উল্লেখ্য, এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারণে তিউনিসিয়ায় আটকে পড়েছিলেন। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর তাদের জন্য ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর