কাশ্মীরের পহেলগামে মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত ভূষণ নামে বেঙ্গালুরুর একজন প্রযুক্তিবিদকে তার স্ত্রী এবং তাদের তিন বছরের ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। মাটিতে লুটিয়ে না পড়া পর্যন্ত ভুক্তভোগীদের ওপর গুলি চালিয়ে যায় হামলাকারীরা বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, বেঁচে ফেরা ভূষণের শাশুড়ি। ভূষণের শাশুড়ি বলেন, আমার মেয়ের জামাইকে গুলি করে হত্যা করা হয়েছে। ওরা নারী ও শিশুদের গুলি করেনি, বরং পুরুষদের মাথায় গুলি করেছে। ওরা গুলি চালিয়ে গেছে যতক্ষণ না তারা পড়ে যায়। তিনি আরও বলেন, আমার মেয়ে একজন ডাক্তার, সে বুঝতে পারে যে তার স্বামী মারা গেছে। তারপর সে মোবাইল এবং ব্যাগ নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এখন তার মেয়ে সুজাতাকে ভারতীয় সেনাবাহিনী নিরাপদ স্থানে নিয়ে গেছে বলেও জানান তিনি। এদিকে, সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন তিন জঙ্গির ছবি ও...
‘মাটিতে লুটিয়ে না পড়া পর্যন্ত গুলি চালিয়েছে হামলাকারীরা’
অনলাইন ডেস্ক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক

ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। আজ বুধবার (২৩ এপ্রিল) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, তুরস্কে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। তবে তাৎক্ষণিকভাবে এ কম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, বুধবার ইস্তাম্বুলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্প আঘাত হানার পর এবং শহরের ভবনগুলো কেঁপে ওঠার সময় লোকজনকে ভবনগুলো ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। সেইবার ৭ দশমিক ৮ মাত্রার সেই ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৫৩ হাজার মানুষ।...
বিয়ের ৫ দিন পর কাশ্মীরে বেড়াতে গিয়ে গুলিতে ঝাঁঝরা যুবক
অনলাইন ডেস্ক

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলা অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সবাই পর্যটক ছিলেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। সেই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নৌসেনা অফিসারের। মৃতের নাম লেফটেন্যান্ট বিনয় নারওয়াল। ২৬ বছর বয়সী বিনয় হরিয়ানার কারনালের বাসিন্দা। সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে কিছুদিন ছুটি উপভোগ করছিলেন। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা সংবাদ মাধ্যম আজকালকে জানান, কোচিতে কর্মরত বিনয় ১৬ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯ এপ্রিল বিয়ের সব অনুষ্ঠান সেরে ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন। মাত্র দুবছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন এবং কোচিতে কর্মরত ছিলেন বিনয়। তাঁর মৃত্যুতে পরিবার এবং নৌবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা শোক...
ট্রলিব্যাগের ভেতর লাশ ভরে ফেলে গেল কারা
অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধাননগর পৌরসভার দেশবন্ধুনগরে একটি ট্রলিব্যাগ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে একটি নালা থেকে কালো রঙের ওই ট্রলিব্যাগ ও মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে সেই ট্রলিব্যাগের ভেতর লাশ ভরে কারা ফেলে গেছে; তা নিয়ে কোনো সুরাহা করা হয়নি। এ দিকে, হত্যার শিকার তরুণীর পরিচয় এখনো মেলেনি। তবে ধারণা করা হচ্ছে- তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী একটি নালায় কালো রঙের একটি ট্রলিব্যাগ দেখতে পান। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ব্যাগটি খুলে ভেতরে এক তরুণীর মরদেহ দেখতে পায়। পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর