ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজির (২৩) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এই রিমান্ড মঞ্জুর করেন। এ দিন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। আসামি মো. হৃদয় মিয়াজী কুমিল্লার তিতাস উপজেলার দুর্লব্দী গ্রামের বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্যসচিব বলে জানা...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিয়াজি ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

আইনজীবীকে ইনুর পরামর্শ, ‘কুষ্টিয়ার মামলায় গ্রেপ্তার দেখানোর ব্যবস্থা করো’
অনলাইন ডেস্ক

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বুধবার (২৩ এপ্রিল) আদালতে এসে নিজ আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, আজকে কোন মামলা, কিছু জানো নাকি? উত্তরে তার আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন, জানা নাই। এসময় ইনু বলেন, আগামী ৮ মে কুষ্টিয়ায় (কুষ্টিয়ার মামলা) তারিখ রয়েছে। এখানে ৬ মে হাজিরা রয়েছে। ৭ মে একটা মামলায় (কুষ্টিয়ার মামলা) শ্যোন এরেস্টের ব্যবস্থা করো, যাতে ৮ মে কুষ্টিয়ায় না যাওয়া লাগে। তখন আইনজীবী তাকে আশ্বস্ত করেন। আরও পড়ুন তড়িঘড়ি করে সৌদি ছেড়ে ভারতে ফিরলেন নরেন্দ্র মোদি ২৩ এপ্রিল, ২০২৫ আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে এভাবেই আইনজীবীর সঙ্গে আলাপ করেন হাসানুল হক ইনু। এদিন ইনুকে আদালতে হাজির করা হয়। এরপর ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷ এরপর...
কাঠগড়ায় ফুঁপিয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে এজলাসে তোলার পর ফুঁফিয়ে কাঁদছিলেন। তখন তাকে সান্ত্বনা দেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী পুলিশ সদস্যের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে কাঠগড়ায় তোলা হয়। আদালতে তোলার সময় তাকে হাস্যজ্বল দেখা যায়। কাঠগড়ায় উঠানোর পর তিনি পেছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। তখন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহিদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন। এদিন সকাল ৯ টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। এ সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পড়ানো ছিল। পরে তাকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। তখন তার আইনজীবী বিচারকের...
কে কে লুকিয়ে ছিলেন সংসদ ভবনে, চাঞ্চল্যকর তথ্য দিলেন পলক
নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনেই লুকিয়ে ছিলেন অনেকেই। আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এসব চাঞ্চল্যকর তথ্য দেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পলক জানান, তিনি এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ আরও ১২ জন জাতীয় সংসদ ভবনের একটা কক্ষে লুকিয়ে ছিলেন। আরও পড়ুন জুলাই-আগস্ট হত্যা মামলার আসামি গ্রেপ্তারে লাগবে না ঊর্ধ্বতনের অনুমতি: হাইকোর্ট ২৩ এপ্রিল, ২০২৫ শুনানি চলাকালে তিনি অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। পরে শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরও পড়ুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর