বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে হার দিয়ে শুরু করেছে টাইগাররা। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে দেখা গেছে বেশ কিছু চমক। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও ম্যাচে না খেলা ওপেনার জাকির হাসানের জায়গায় ডাক পেয়েছেন তিনি। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির কৃতিত্বও অর্জন করেছেন তিনি। দলে আরেক নতুন মুখ বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। এই তরুণ এখন পর্যন্ত জাতীয় দলে কেবল ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট কিংবা ওয়ানডেতে এখনো তার অভিষেক হয়নি। পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে (পিএসএল)...
চট্টগ্রাম টেস্টের ১৫ সদস্যের দল ঘোষণা
অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের কাছে হেরে নিজেদের বেতন নিয়ে যা বললেন শান্ত
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়িয়েছে বিসিবি। এমনকি বেতনের গ্রেডেও এসেছে বড় পরিবর্তন। কারণ একটাই বিসিবি ক্রিকেটারদের সুযোগ সুবিধার কমতি রাখতে চায় না। বিনিময়ে তারা ক্রিকেটারদের কাছ থেকে মাঠে ভালো পারফরম্যান্স চায়। যদিও সেই কাজেই নিয়মিত হতাশ করে যাচ্ছেন শান্ত-মুশফিকরা। সিলেট টেস্টের একদিন বাকি থাকতেই আজ বুধবার (২৩ এপ্রিল) সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তারা তিন উইকেটে হেরেছে। অথচ দেশি-বিদেশি কোচিং স্টাফসহ বৈতনিক বিষয়াদির সঙ্গে আরও অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গটিই তুলেছিলেন সাংবাদিকরা। পাল্টা প্রশ্ন ছুড়ে শান্ত বলেন, বেতন বাড়ানোয় মনে হয় আপনারা খুশি না? এরপর বেতন বৃদ্ধি প্রসঙ্গে...
ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে লজ্জার হার টাইগারদের
নিজস্ব প্রতিবেদক

সিলেটের মাঠে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ের সামনে দাঁড়ালেই কি শনির দশা ভর করে বাংলাদেশের ওপর? সবশেষ সাড়ে ছয় বছর আগে (২০১৮ সালের নভেম্বরে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের কাছে (১৫১ রানে) হেরেছিল টাইগাররা। ২০১৩ সালের পর আট টেস্টে যেটি ছিল জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্ট পরাজয়। আরও একবার এই সিলেটেই লজ্জার হারের সঙ্গী হলো টাইগাররা। এবার জিম্বাবুয়ের কাছে হারলো ৩ উইকেটে। বোলাররা বিশেষ করে মেহেদী হাসান মিরাজ তার জাদুকরী ঘূর্ণিতে চেষ্টা করেছেন। কিন্তু বোর্ডে পুঁজি ছিল না জয় তুলে নেওয়ার মতো। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৭৪ রানের। এক উইকেটেই ১১২ রান তুলে ফেলা জিম্বাবুয়ের জন্য কাজটা কঠিন করে ফেলেছিলেন মিরাজ। যদিও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। মাত্র তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার ব্রায়ান...
২৫৫ রানেই গুটিয়ে গেল টাইগারদের ইনিংস, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪
অনলাইন ডেস্ক

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের আশায় থাকলেও চতুর্থ দিনে হতাশ করল টাইগাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৫ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসের লিড মিলিয়ে জিম্বাবুয়ের সামনে এখন জয়ের জন্য লক্ষ্য মাত্র ১৭৪ রান। স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে যায়। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতাই দেখা গেছে টিম টাইগারদের। ইনিংস থামে ২৫৫ রানে। এদিন বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা ১ ঘণ্টা দেরিতে শুরু হয়। তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৪ রান। ক্রিজে ছিলেন সেট দুই ব্যাটসম্যান জাকের আলী এবং নাজমুল শান্ত। দিনের শুরুতেই জিম্বাবুয়েদের বোলিং তোপে মাত্র ৬১ রান তুলতেই বাকি উইকেটগুলো হারায় বাংলাদেশ। শান্ত দিনের দ্বিতীয় বলে ফিরে যান ৬০ রান করে। হাসান মাহমুদ জাকের আলীর সঙ্গে ছোট্ট একটা জুটি গড়লেও তা তেমন ক্ষতি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর