রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ক্ষণিকা বাসে হামলা চালিয়েছে একদল শিক্ষার্থী। হামলার ঘটনায় বাসচালকসহ পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বাসের জানালাগুলো ভেঙে ফেলা হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে। আহত ব্যক্তিরা বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা এলাকায় কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর পেছনে রোববার (২৭ এপ্রিল) ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনা দায়ী। ওইদিন দুপুরে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়ক পার হওয়ার সময় একজন এসএসসি পরীক্ষার্থী বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়। ঘটনার প্রতিবাদে আশপাশের এলাকার স্কুল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালে...
রাজধানীতে ঢাবির বাসে হামলা, আহত ৫ শিক্ষার্থী

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং গ্রুপের ৯ জন আটক
নিজস্ব প্রতিবেদক

গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে মারামারি করছিলো। মারামারির সময় তারা এআর এন্ড কে এপারেল (ARK Apparel) গার্মেন্টস এর ম্যানেজার মোঃ ইব্রাহিম শেখের ওপর আক্রমণ করে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জানার পর, দারুস সালাম আর্মি ক্যাম্প থেকে দুটি টহল দল এবং দারুস সালাম থানা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে টহল পরিচালনা করে। পরবর্তীতে পালপাড়া এলাকায় বেশ কয়েকটি স্থানে সংঘটিত ঘটনার সাথে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ সজিব (২০), শান্ত (২২), মোঃ রোমজান (২০), আহমেদ (২০), আলী আকবর (২৪), তামিম ২৫), হিমেল (২২), রাসেল (২০), সাব্বির (২২)। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়।...
দলবেঁধে ধর্ষণের পর অস্ত্র নিয়ে কিশোরীর পরিবারকে শাসানো চারজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের সঙ্গে সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাতে সেনাবাহিনীর টহল দল তাদেরকে আটক করে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি গোয়েন্দা তথ্য নিশ্চিত করে যে, চারজনের একটি চক্র এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ভয়-ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ দেয়। চক্রটি ছিনতাই, ডাকাতি ও ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। সোহরাওয়ার্দী সেনা ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং দুই অপরাধীকে দেশীয় অস্ত্রসহ ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়। পরবর্তী অনুসন্ধানী অভিযানে বাকি দুইজনকেও...
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকা বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে। বন্ধ থাকবে যেসব মার্কেট বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা। যেসব এলাকার দোকানপাট বন্ধ কাঁঠালবাগান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর