ঝিনাইদহের মহেশপুরে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের সিরিজের একটি বাস নস্তি এলাকার জুয়েল ইটভাটার সামনে পৌঁছানো মাত্রই রাস্তার উপর পড়ে থাকা ইটভাটার মাটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় বাসের ৬ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল...
মহেশপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আহত ৬
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বন্ড ইটভাটার সামনে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (১৯) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পৌঁছ কৃষ্ণপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মঙ্গলবার দুপুরে মাদকের একটি চালান কুষ্টিয়া থেকে ফরিদপুর অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার লক্ষ্মীপুর বন্ড ইট ভাটার সামনে চেক পোস্ট বসায়। সেসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মুক্ত পরিবহনে তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতরে থাকা ১৫টি জীপার যুক্ত ছোট নীল রঙের পলিমার প্যাকেটে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।...
মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার
অনলাইন ডেস্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর জারি থাকা দুই মাসব্যাপী নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল (বুধবার)। এদিন রাত ১২টার পর থেকে আবারও নদীতে নেমে মাছ ধরতে পারবেন জেলেরা। তবে এই অনুমতি জাটকা ইলিশ ছাড়া সব ধরনের মাছের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। উল্লেখ্য, গত ১ মার্চ থেকে দুই মাসব্যাপী এই নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর উদ্দেশ্য ছিল জাটকা সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা। নিষেধাজ্ঞার আওতায় মাছ ধরা ছাড়াও জাটকা সংগ্রহ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ করা হয়েছিল। মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে জেলেরা নদীতে মাছ ধরতে পারবেন। তবে আগামী জুন মাস পর্যন্ত...
লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব আ ন ম নাজিম উদ্দিন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন জেলা সিভিল সার্জন আবু হাসান শাহীন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর