বাজার অব্যবস্থাপনা ও উচ্চ করহার নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ : সিপিডি

সংগৃহীত ছবি

বাজার অব্যবস্থাপনা ও উচ্চ করহার নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ : সিপিডি

হুসেইন শাহাদাত

যথেষ্ট সরবরাহ থাকার পরও বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে বেশিরভাগ নিত্যপণ্যের দাম অনেক বেশি। বাজার অব্যবস্থাপনা, উচ্চ করহার এবং তথ্যের ঘাটতি এর পিছনে প্রধান কারণ বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি।  

রোববার প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদরা বলেন, আয় বাড়লেও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। এতে বেশি কষ্টে আছে দরিদ্র এবং নিম্ন মধ্যম আয়ের মানুষ।

তারা বলেন, এই মুহুর্তে জ্বালানি তেল, বিদ্যুত এবং গ্যাসের দাম বৃদ্ধি করা না হলে চলতি অর্থবছরের বাকি তিনমাসে ৩২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। যেটি সামাল দেয়ার মতো যথেষ্ট সক্ষমতা চলতি বাজেটে রয়েছে। তাই এখনই জ্বালানী পণ্যের দামবৃদ্ধির সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন তারা।

news24bd.tv/এমি-জান্নাত    

এই রকম আরও টপিক