গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। জানা গেছে, নিহতরা খেজুরের রস খেতে যাচ্ছিলেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার পোনা এলাকার মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮), একই এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮) ও বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সকাল সাড়ে সাতটার পর স্থানীয়রা দেখতে পেয়েছেন। সম্ভবত আরও আগে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, নিহত তিন তরুণ বন্ধু ছিলেন। তারা মোটরসাইকেল যোগে সদরে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরে ঘন কুয়াশা ছিল। এ কারণেই...
খেজুরের রস খাওয়া হলো না তিন বন্ধুর
গোপালগঞ্জ প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বাড়ায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় মাঝ নদীতে আটকে থাকা ২টি ফেরি তীরে এসে পৌঁছায়। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক আলিম রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী সেগুলোকে ফেরিতে তোলা হচ্ছে। এর আগে আজ সকাল সাড়ে ৫টা থেকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ রুটে ছোট বড় মোট ১৩টি ফেরি চলাচল করছে।...
বাছুর হাতে ধরিয়ে ফটোসেশন, খিচুড়ি দিয়ে বিদায়
অনলাইন ডেস্ক
প্রকল্পের আওতায় হতদরিদ্র ১০ জন নারীকে ট্রেনিং শেষে একটি করে উন্নতজাতের গাভীর বাছুর দেওয়ার কথা ছিল। ট্রেনিং শেষে নারীদের হাতের বাছুর ধরিয়ে ছবি তোলা হয়। কিন্তু বাছুর দেওয়া হয়নি। পরে নারীদের খিচুড়ি দিয়ে বিদায় করেছে মানবসেবা উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও। এমন গুরুতর অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের এনজিওর নির্বাহী পরিচালক এমএস আলম বাবলুর বিরুদ্ধে। বাছুর না পেয়ে হতাশার কথা জানিয়েছেন দুস্থ নারীরা। তারা অভিযোগ করেন, ফটোসেশনের দুই সপ্তাহ পার হয়েছে। কিন্তু এখনো তাদের বাছুর বুঝিয়ে দেওয়া হয়নি। প্রকল্পের পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় মানবসেবা উন্নয়ন সংস্থা এনজিওর উদ্যোগে ১০ জন দুস্থ নারীকে গাভীর বাছুর দেওয়ার...
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌ-রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ২টি ফেরি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের স্টোরেঞ্জার নুর আহমদ ভূঁইয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর